নয়াদিল্লি: ভরা সভায় পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি এবং পরিশেষে কয়েক ঘন্টার লড়াই শেষ করে মৃত্যু। প্রিয় বন্ধু তথা জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের জীবন যে এমনভাবে শেষ হতে পারে তা যেন বিশ্বাসই হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার সকালে শিনজোর ওপর এতটাই হামলার খবর পাওয়া মাত্রই মোদি টুইটারে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং সেইসঙ্গে জানিয়েছিলেন প্রিয় বন্ধুর সুস্থতার জন্য প্রার্থনা করছেন। কিন্ত কোটি কোটি মানুষের প্রার্থনা এবং চিকিৎসকদের শত চেষ্টাকে ব্যর্থ প্রমাণিত করে শুক্রবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিনজো। আর তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ফের টুইটবার্তা মোদির। লিখলেন, ‘আমি শোকাহত এবং মর্মাহত।’
এদিন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যু প্রসঙ্গে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমার প্রিয় বন্ধুদের মধ্যে একজন ছিলেন শিনজো। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে আমি ঠিক কতটা শোকাহত এবং মর্মাহত তা ভাষায় ব্যক্ত করতে পারবো না। শিনজো ছিলেন একজন উচ্চমানের রাজনীতিবিদ। পাশাপাশি ছিলেন একজন অসামান্য নেতা এবং অসাধারণ একজন প্রশাসক। তিনি তাঁর নিজের দেশ তথা বিশ্বের উন্নতি সাধনের জন্য গোটা জীবনকে উৎসর্গ করেছিলেন।’
Loading tweet…
উল্লেখ্য, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক অত্যন্ত ভালো এবং নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে শিনজো বেশ কয়েকবার ভারত সফরেও এসেছিলেন। আর তাই শুক্রবার তাঁর উপর হামলা হয়েছে এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করে টুইটারে নরেন্দ্র মোদি লিখেছিলেন, ‘আমার প্রিয় বন্ধুর উপর হামলার ঘটনায় গভীরভাবে ব্যাথিত। আমি তাঁর পরিবারের জন্য প্রার্থনা করছি এবং জাপানের মানুষের পাশে আছি।’ অন্যদিকে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন জয়শঙ্কর টুইটারে লেখেন, ‘জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের প্রয়াণের খবরে গভীরভাবে মর্মাহত। ভারতে তাঁর এবং তাঁর পরিবারের জন্য প্রার্থনা করার বহু বন্ধু এবং ভক্ত রয়েছে।’