‘এই বয়সে পৌঁছেও দাদা ছেলেমানুষ..’ সহাস্যে সৌগতকে খোঁচা নমোর

‘এই বয়সে পৌঁছেও দাদা ছেলেমানুষ..’ সহাস্যে সৌগতকে খোঁচা নমোর

নয়াদিল্লি:  সংসদে চলছে বাজেট অধিবেশন৷ সোমবার লোকসভায় বক্তব্য রাখতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই সময় আচমকাই পিছন থেকে কিছু বলে ওঠেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ স্পিকার তাঁকে থামাতেই প্রধানমন্ত্রী সহাস্যে বলেন, ‘‘দাদাকে মাঝে মাঝে কথা বলার সুযোগ দেওয়া উচিত৷ কেননা দাদা এই বয়সে পৌঁছেও ছেলেমানুষীর মজা নিতে পারে৷’’ মোদীর এই কথায় মধ্যে যে কটাক্ষ লুকিয়েছিল তা স্পষ্ট৷ প্রধানমন্ত্রীর কথা শুনে হাসির রোল ওঠে সংসদ কক্ষে৷

আরও পড়ুন- বাধ্যতামূলক নয় আধার কার্ড, COWIN নিয়ে আপডেট কেন্দ্রের

প্রসঙ্গত, দিন কয়েক আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যপাল জগদীপ ধনকড়কে দ্রুত অপসারণের দাবি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ৷ সৌগত নিজে জানান, বাজেট অধিবেশনের পর তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। প্রধানমন্ত্রী তখন সকলের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলছিলেন। সৌগত বলেন, ‘‘সেইসময়ে আমি দেখা করে বলি, আমরা এই রাজ্যপালকে চাই না। জগদীপ ধনকড়কে রাজ্যপালের পদ থেকে  অপসারণ করুণ৷ উনি নির্বাচিত সরকারকে বিরক্ত করছেন।’’ তাঁর দাবি, সেই সময়েও হেসে কথা উড়িয়েছিলেন নমো৷ বলেছিলেন, ‘আপনি অবসর নিলেই রাজ্যপালকে অপসারণ করতে পারব৷ তার আগে নয়৷’ 

প্রসঙ্গত, এদিন লোকসভায় দাঁড়িয়ে কংগ্রেসকেও একহাত নেন মোদী৷ তিনি বলেন, ‘‘যে ভাবে আপনারা কথা বলেন, তাতে আমার মাঝে মাঝে মনে হয়, আপনারা বোধ হয় ঠিক করে নিয়েছেন আগামী ১০০ বছর আর ক্ষমতায় আসবেন না।’ এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর দাবি, এনডিএ আমলে দেশে যে সকল উন্নয়নমূলক কাজ হয়েছে, তা বিরোধীদের চোখে ধরা পরছে না৷ কারণ তাঁরা মাটির কাছাকাছি থাকেন না। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 14 =