×

১৪ ঘণ্টার সিবিআই তল্লাশি শেষ, সিসোদিয়া বললেন, 'ভয় পাই না'

 
sisodia

নয়াদিল্লি: শুক্রবার সাত সকালে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। প্রায় ১৪ ঘণ্টা পর তল্লাশি অভিযান শেষ করেছে তাঁরা। এর মধ্যেই নিজেকে নির্দোষ বলে দাবি করে সিসোদিয়া জানিয়েছেন, আম আদমি পার্টিকে ভয় পাচ্ছে বিজেপি সরকার। একই সঙ্গে এও দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে মোদী বনাম কেজরি হতে চলেছে। প্রথম থেকেই তিনি এবং তাঁর দল দাবি করে আসছিল যে এই সিবিআই হানা 'ওপরমহল' থেকে পরিচালিত। সেই একই কথা এদিনও বলেছেন সিসোদিয়া।

আরও পড়ুন- আপাতত জেলেই থাকতে হবে ‘অপা’কে, বাড়ল হেফাজতের মেয়াদ

দিল্লির মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের সব রকম সহযোগিতা করেছেন তিনি এবং তাঁর পরিবার। তাঁর কথায়, তিনি নির্দোষ, কোনও দুর্নীতি করেননি তাই ভয় পাচ্ছেন না। বরং বিজেপি সরকার হয়তো কেজরিওয়ালের দলকে ভয় পাচ্ছে। সেই কারণেই এই হানা। সিসোদিয়ার স্পষ্ট দাবি, আগামী ২০২৪ সালে লোকসভা ভোটে বিজেপি বনাম আপের লড়াই দেখতে চলেছে মানুষ। পাশাপাশি অন্যান্য বিরোধীরা যেমন বিজেপির বিরুদ্ধে এজেন্সি ব্যবহারের অভিযোগ তোলে, ঠিক তেমনই তিনিও এই একই অভিযোগ করেছেন। নাম না করে বিজেপিকেই নিশানা করে সিসোদিয়ার বক্তব্য, সেন্ট্রাল এজেন্সির অপব্যবহার করা হচ্ছে।

আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে শুরু হওয়া তদন্তের কারণেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। শুক্রবার সকাল থেকেই টুইটারে কেন্দ্রকে একের পর এক জোরালো আক্রমণ করেছেন কেজরিওয়াল, সিসোদিয়াসহ আম আদমি দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব। সিসোদিয়া আগেই দাবি করেছিলেন, '' আমি অত্যন্ত সৎ। লক্ষ শিশুর ভবিষ্যৎ তৈরি করছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, যারাই ভাল কাজ করে তাদেরই এভাবে বিরক্ত করা হয়। এই কারণেই আমাদের দেশ এক নম্বর হতে পারছে না।'' 

From around the web

Education

Headlines