‘ঠিক যেন বসন্তের কোকিল’, লখনউয়ে ভোট প্রচারে কংগ্রেসকে তীব্র কটাক্ষ মমতার

‘ঠিক যেন বসন্তের কোকিল’, লখনউয়ে ভোট প্রচারে কংগ্রেসকে তীব্র কটাক্ষ মমতার

লখনউ: অখিলেশ যাদবের সমর্থনে লখনউয়ে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি’কে একহাত নিয়ে তুলোধোনা করলেন কংগ্রেসকে৷ খোঁচা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘কেউ কেউ ঠিক বসন্তের কোকিলের মতো৷ ভোটের আগেই দেখা মেলে৷ ভোট মিটলেই বেপাত্তা৷ যাকে বাংলায় বলে, তোমার দেখা নেই গো, তোমার দেখা নেই’৷ কটাক্ষ করে বলেন, নির্বাচনের পর পাঁচ বছর ঘরে বসে কাটিয়ে দেয়৷ কেউ দিল্লিতে বসে থাকে, কেউ হায়দরাবাদে৷ ভোট এলেই চলে আসে৷ এরা ভোটের কোকিল৷ এই সকল দলকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না৷’ 

আরও পড়ুন- প্রকাশ্যে PM কেয়ার্সের অডিট রিপোর্ট, জানেন এক বছরে কত সংগ্রহ? কতই বা খরচ

তাঁর কথায়, ‘উত্তরপ্রদেশে বিজেপি হারলে, সারা দেশে হারবে৷ আজ আমাদের অনুষ্ঠানের দিনেই  ম্যানিফেস্টো প্রকাশ করছে বিজেপি৷ ওটা ম্যানিফেস্টো না মানিফেস্টো জানা নেই৷ এতদিনে কোনও কাজ করেনি৷ কেন্দ্রীয় সরকারের থেকে সবচেয়ে বেশি টাকা উত্তরপ্রদেশই পেয়েছে৷ এর পরেও কাজ হয়নি৷ মা বোনেদের সঙ্গে কী হয়েছে, তা সকলেই জানে৷ আগে তার জম্য ক্ষমা চাও, তারপর ভোট চাইবে৷ হাথরাসে, উন্নাওয়ে কী হয়েছে, কেউ ভোলেনি৷’’ মমতা আরও বলেন, আমরা গঙ্গা মায়ের পুজো করি৷ সেই গঙ্গায় মৃতদেহ ভাসানো হয়েছে৷ মালদায় উত্তরপ্রদেশের মৃত ব্যক্তির দেহ মেলার পর বিষয়টা জানতে পারি৷ কোভিডে মৃত ব্যক্তিদের দেহ গঙ্গায় ছুড়ে ফেলা হয়েছে৷ আমরা ওই সকল দেহ উঠিয়ে সৎকার করেছি৷ যখন কোভিডে লোক মরছিল তখন কোথায় গিয়েছিলেন যোগী? প্রশ্ন ছুঁড়ে দেন মমতা৷

উল্লেখ্য, আগামী ১০ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে প্রথম দফার ভোট৷ তার আগে জোড় প্রচার চলছে রাজ্যজুড়ে৷ আগামিকাল অখিলেশ যাদবের সঙ্গে যৌথ ভার্চুয়াল সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ একসঙ্গে সাংবাদিক সম্মেলনও করবেন তাঁরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *