কলকাতা: বিরোধীদের মুখ কে হবেন এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত মেলেনি। এদিকে দেখতে দেখতে চলে আসছে পরবর্তী লোকসভা নির্বাচন। আর বছর দু’য়েক পরেই ভোটের দামামা। তাই এই মুহূর্তে আবার বিজেপি বিরোধী মুখ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আরও বেশি করে জাতীয় স্তরে নিয়ে গিয়েছেন। তাই মোদী বিরোধী প্রধান মুখ হিসেবে তাঁকে নিয়েও চর্চা কম নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দিলেন, কোনও বড় পদে তাঁর সেইভাবে কোনও আগ্রহই নেই।
আরও পড়ুন- বিজেপি সভাপতি লিখে দিক ২৫ আসন না পেলে কান ধরে ওঠবোস করবেন , আক্রমণ ফিরহাদের
এদিন ‘ইন্ডিয়া টুডে’র তরফ থেকে এক বিতর্ক সভার আয়োজন করা হয়েছে। সেখানেই উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে আসন্ন বিরোধী জোট এবং বিরোধী মুখ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করেই জানিয়ে দেন, তাঁর বড় পদে কোনও আগ্রহ নেই, বড় পদ পাওয়ার জন্য তিনি রাজনীতিও করেন না। বরং তাঁর কথায়, কখনও কখনও আত্মত্যাগ প্রয়োজন। মমতাকে সরাসরি প্রশ্ন করা হয় যে তিনি ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা। সেই প্রশ্নের উত্তরেই তাঁর সটান জবাব, তিনি কোনও কিছুতেই আগ্রহী নন। তিনি শুধু চান দেশ আরও উন্নত হোক, যুব সমাজ চাকরি পাক, কৃষকরা হাসি মুখে থাকুক, নারী শক্তির আরও বাড়বাড়ন্ত হোক, সার্বিকভাবে দেশের অগ্রগতি হোক, দেশের একতা বজায় থাকুক।
এদিকে এদিন মমতা বিজেপিকে একহাত নিয়ে আরও বলেন, তিনি অনেক সরকার দেখেছেন, অনেক সরকারের সঙ্গে কাজও করেছেন। কিন্তু তিনি এই বিজেপি সরকারের মতো একটা সরকারও দেখেননি। তাঁর কথায়, এই সরকার শুধুমাত্রা টাকার ক্ষমতা দেখিয়ে যাচ্ছে, ইডি, সিবিআইয়ের ক্ষমতা এবং ভয় দেখাচ্ছে। এইভাবেই সরকার গঠন করছে।