শেষ মমতা-মোদী বৈঠক, ৪৫ মিনিটের সাক্ষাৎ ‘ইতিবাচক’ বলে অনুমান

শেষ মমতা-মোদী বৈঠক, ৪৫ মিনিটের সাক্ষাৎ ‘ইতিবাচক’ বলে অনুমান

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলুদ গোলাপের তোড়া এবং কলকাতার বিখ্যাত মিষ্টি তিনি নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে। জানা গিয়েছে, প্রায় ৪৫ মিনিট তাঁদের দুজনের মধ্যে বৈঠক হয়। যদিও ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে অনুমান, বৈঠক ইতিবাচক হয়েছে।

আরও পড়ুন- ‘‌২০২৪-এ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি’‌, শহিদ সমাবেশে দাবি মমতার

আগে অনুমান করা হয়েছিল, রাজ্যের বকেয়া নিয়ে এই বৈঠকে মোদীর সঙ্গে আলোচনা করবেন মমতা। পাশাপাশি মূল্যবৃদ্ধি, জিএসটি সহ একাধিক ইস্যুতে বৈঠক হতে পারে। তবে মূলত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন বলে জানা গিয়েছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের চার দিনের দিল্লি সফর আজই শুরু হল। তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরের মধ্যেই অর্থাৎ ৬ অগাষ্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। তবে তাঁর দল এতে ভোটদান থেকে বিরত থাকবে বলে আগেই জানিয়েছিল। কিন্তু ভোট না দিলেও মুখ্যমন্ত্রী তাঁর দলীয় সাংসদদের সঙ্গে দেখা করতে পারেন, এমনটাও জানা গিয়েছে।

পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে তাঁর সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যজুড়ে আলোচনা। জাতীয় স্তরেও আলোচনা চলছে এই নিয়ে। এমন আবহে শুক্রবার দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার সাক্ষাৎ যে বিরাট তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। এই নিয়েই অবশ্য বিরোধীরা খোঁচা মেরেছে। দাবি করা হচ্ছে, রাজ্যে যে ইডি, সিবিআই হানা চলছে তা বন্ধের উদ্দেশ্যেই তিনি দিল্লি গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *