সংসদে দাঁড়িয়ে হঠাৎ কাঁচা বেগুন কামড়ালেন কাকলি! কিন্তু কেন

সংসদে দাঁড়িয়ে হঠাৎ কাঁচা বেগুন কামড়ালেন কাকলি! কিন্তু কেন

নয়াদিল্লি: লোকসভার বাদল অধিবেশন চলছে। সপ্তাহের শুরুর দিন এমনিতেই হাওয়া গরম ছিল সংসদ চত্বরে। বাইরে বিজেপি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল, আর ভেতরে মূল্যবৃদ্ধি ইস্যুতে আলোচনা চলছিল। এই আবহে যাবতীয় চমক কেড়ে নিয়েছেন বাংলার বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কেন? আসলে তিনি বক্তব্য রাখতে রাখতে আচমকা একটি কাঁচা বেগুনে কামড় বসান! কী কারণে এমন করলেন বাংলার সাংসদ?

আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য সুখবর! মাসের শুরুতেই কমল গ্যাসের দাম

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে এমন অভিনব পন্থা নিয়েছিলেন কাকলি। তিনি বলেন, পরিস্থিতি এমন তৈরি হয়েছে যেন কেন্দ্রীয় সরকার চাইছে সকলে সবকিছু কাঁচা খাক। গ্যাসের দাম এতটাই বেড়েছে যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে রান্না করাটাই অসম্ভব হয়ে গিয়েছে। তাই তিনি কাঁচা সবজি খেয়ে এই বিষয়ের প্রতিবাদ জানান। এদিন লোকসভায় মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর বক্তব্য রাখতে ওঠেন তিনি। সরাসরি প্রশ্ন করেন, ”সরকার কি চায় আমরা কাঁচা শাকসবজি খাই?” এরপরেই তিনি কাঁচা বেগুনে কামড় বসান। তাঁর পাশে ছিলেন বাংলার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তিনিও হাসতে থাকেন। কাকলি আরও বলেন, অল্প কয়েক মাসের মধ্যেই চার বার এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে।

যদিও সোমবার কলকাতাসহ দেশের প্রায় সব জায়গাতেই সস্তা হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। ১৯ কেজি সিলিন্ডারের দাম এদিন এক ধাক্কায় ৩৬ টাকা ৫০ পয়সা কমেছে। ফলে আবারো কিছুটা স্বস্তিতে হোটেল মালিকেরা। প্রসঙ্গত এই নিয়ে চলতি বছরে পরপর তিন বার কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এর আগে জুন এবং জুলাই মাসেও পরপর দুবার বাণিজ্যিক ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে কেন্দ্র। এই নিয়ে বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম মোট ৩৫৮ টাকা ৫০ পয়সা কমেছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 3 =