সরকারি অফিস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, কাশ্মীরে জঙ্গিদের হাতে ফের মৃত্যু কাশ্মীরি পণ্ডিতের

সরকারি অফিস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, কাশ্মীরে জঙ্গিদের হাতে ফের মৃত্যু কাশ্মীরি পণ্ডিতের

বুদগাঁও: জঙ্গিদের গুলিতে বৃহস্পতিবার ফের মৃত্যু হল রাহুল ভাট নামের এক কাশ্মীরি পণ্ডিতের। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে জম্মু-কাশ্মীরের  বুদগাঁও জেলায়। জানা যাচ্ছে  বুদগাঁওয়ের চাদওরা গ্রামের তহশিলদারের সরকারি অফিসে বৃহস্পতিবার হঠাৎই হামলা চালায় এক দল জঙ্গী। ওই সরকারি অফিস থেকে লক্ষ্য করে তারা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। জঙ্গিদের ওই গুলিই লাগে রাহুল নামের ওই কাশ্মীরি পণ্ডিতের। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রের খবর বৃহস্পতিবার ওই সরকারি অফিসে হামলা চালিয়েছে দুজন জঙ্গি এবং জঙ্গিদের গুলিতে মৃত ওই যুবকও সরকারি অফিসের কর্মচারী বলে জানা গিয়েছে। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাহুলকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। এই ঘটনা প্রসঙ্গে, কাশ্মীর জোন পুলিশের তরফ থেকেো ইতিমধ্যেই একটি টুইট করে খবরটি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য গত বছরের অক্টোবর মাস থেকেই জম্মু কাশ্মীর উপত্যকায় একাধিকবার জঙ্গিদের গুলির শিকার হয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা বিশেষ করে কাশ্মীরি পন্ডিতরা। ২০২১ সালের অক্টোবর মাসে পরপর ৫ দিন এইভাবেই হামলা চালিয়ে ৭ জন সাধারণ মানুষকে হত্যা করে জঙ্গীরা। মৃত ওই সাতজনই অমুসলিম এবং তাঁদের মধ্যে যেমন ছিলেন কাশ্মীরি পণ্ডিত, ঠিক তেমনই কয়েকজন শিখ এবং হিন্দু সম্প্রদায়ের মানুষও সেই সময় জঙ্গিদের হাতে নিহত হন। এরপরই ভিন রাজ্য থেকে আসা অমুসলিম সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিক এবং অন্যান্য কর্মচারীরা ফের প্রাণ বাঁচাতে কাশ্মীর ছেড়ে পালাতে শুরু করেন। ফেরে নব্বইয়ের দশকের কাশ্মীরি পণ্ডিতদের সেই ভয়াবহ স্মৃতি। মাস খানেক ধরে জঙ্গিদের এমন তাণ্ডব চলার পর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয় সেই সময়। কিন্তু ২০২১-এর অক্টোবর, নভেম্বরের পর চলতি বছরে ফের নতুন করে স্থানীয় বাসিন্দারা জঙ্গিদের টার্গেট হচ্ছেন।

হিসাব বলছে গত ৮ মাসে শুধুমাত্র জঙ্গিদের হাতে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ১৫ জনের। তাদের মধ্যে অধিকাংশই ভিন রাজ্যের বাসিন্দা এবং অমুসলিম সম্প্রদায়ের মানুষ। অন্যদিকে জম্মু-কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তারক্ষীরাও চলতি বছরে একাধিকবার জঙ্গি নিধনেও বড়সড় সাফল্য পেয়েছে বলে খবর। পুলিশের রিপোর্ট বলছে, চলতি বছরেই ১৬৮ টি জঙ্গি দমন অভিযান চালিয়েছে নিরাপত্তারক্ষীরা এবং এই অভিযানে অন্ততপক্ষে ৭৫ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =