নয়াদিল্লি: রিল-এর দুনিয়ায় অবাক কাণ্ড৷ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়তে গায়ের রং কালো করে ফুল বিক্রেতা সাজলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার৷ আপনি যদি অ্যাকটিভ সোশ্যাল মিডিয়া ইউজার হয়ে থাকেন,তাহলে নিশ্চিত ভাবেই এই ভিডিয়োয় হোঁচট খাবেন৷ বলে রাখি, ওই ভিডিয়োয় যে মহিলাকে দেখা গিয়েছে, তিনি প্রকৃত ফুল বিক্রেতা নন৷ তাঁর নাম আনশা মোহন৷ সোশ্যাল মিডিয়ায় বেশ প্রভাব রয়েছে তাঁর৷ রিল বানাতে গিয়েই রাস্তার পাশে ফুল-বিক্রেতার বেশ ধরেন তিনি৷ এই ভিডিয়োটি কয়েক লক্ষ ভিউ হয়েছে। সেই সঙ্গে এই রিল-এর জন্য নেটিজেনদের রোশের মুখে পড়তে হয়েছে আনশাকে৷ নকল দারিদ্র্যের বেশ ধরতে গায়ের রঙ কালো করে কটাক্ষের মুখে পড়েছেন তিনি৷ তাঁর এই রিলে মোটেই খুশি নয় নেটপাড়া৷
আরও পড়ুন- মিলছে না অনুদান, রাজ্যে বন্ধ NCC ক্যাম্প, কী লাভ হয় এই প্রশিক্ষণ নিলে? জানুন খুঁটিনাটি
ভইরাল হওয়া এই পোস্টটি টুইটারে শেয়ার করেছেন রুতুজা নামের এক ইউজার৷ ওই ভিডিয়ো থেকে আনশার রিল লাইফের কিছু ছবির স্ক্রিনশট শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘‘ইনি ইনস্টাগ্রামে গায়ের রঙ কালো করে এবং গরীব হওয়ার ভান করেছেন… কিসের জন্য? এটা কি পাগলামি??’’ অপর একটি টুইটে তিনি লিখেছেন, “নেটিজিনরা সত্যিই কি দেখতে পাচ্ছে না যে আপনার ত্বকের রং কালো করা৷ একজন দরিদ্র ব্যক্তির মতো আচরণ করে দারিদ্র্যকে উপহাস করা হয়েছে৷ এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে৷ যার শুরুটাও আমি করতে পারব না৷’’
So this person on Instagram darkens her colour and pretends to be poor.. for what?? This is insane?? pic.twitter.com/zGbZbr3Wqh
— Rutuja (ऋतुजा) 🇮🇳 (@Havaldarshinde) October 20, 2022
অর্থনৈতিকভাবে শোষিত-বঞ্চিত শ্রেণির মানুষের জীবন সংগ্রামকে হাতিয়ার করে নজরকাড়ার এই চেষ্টা মনে ধরেনি নেটিজেনদের৷ নানা মন্তব্যের ঝড় উঠেছে৷ তবে কেউ কেউ আবার আনশার পাশে এসে দাঁড়িয়েছেন। তাঁদের যুক্তি, তাঁর এই পদক্ষেপের মধ্যে দিয়ে দরিদ্র মানুষরা যে অবিচারের সম্মুখীন হন, সেই অন্যায় সম্পর্কে সচেতন করতে চেয়েছেন৷ এক সমালোচকের কথায়, ‘‘অন্ধকারও সুন্দর৷’’