রাষ্ট্রসংঘ: বৃহস্পতিবার ভোর ৬টা (ভারতীয় সময় অনুযায়ী রাত ৩টে)৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এদিকে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউক্রেনে এই মুহূর্তে আটকে রয়েছেন ২০ হাজার ভারতীয়৷ বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি৷
আরও পড়ুন- মমতার সঙ্গে সম্পর্কে অবনতি? মুখ খুললেন প্রশান্ত কিশোর
এদিন তিনি বলেন, ‘‘দু’দিন আগেও নিরাপত্তা পরিষদের বৈঠক ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছিল। আলোচনার মাধ্যমে আমরা দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছিলাম৷ সমস্যা সমাধানে কার্যকরী এবং যুক্তিগ্রাহ্য কূটনীতির উপর জোর দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা এই উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক মহলের সাড়া মেলেনি। সংশ্লিষ্ট পক্ষগুলি সেই আহ্বানে কর্ণপাত করেনি৷ আগামী দিনে একটি জটিল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।’’ উল্লেখ্য, পুতিন মিলিটারি অপারেশন ঘোষণা করার পরেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে৷ এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পরা ২০ হাজার ভারতীয়র নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিরুমূর্তি। সেই সঙ্গে অবিলম্বে ইউক্রেন সীমান্তে যাতে ‘সেনা সংখ্যা কমানো’ হয়, সেই আবেদনও জানিয়েছেন তিনি।
সোমবার রাতে ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে (যাদের একত্রে ডনবাস বলা হয়) স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন পুতিন৷ এর পরেই শুরু হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক৷ সেখানে ভারতের স্থায়ী সদস্য তিরুমূর্তি আলোচনার মাধ্যমে সঙ্কট মোকাহিার আবেদন জানান। তিনি বলেছিলেন, ‘‘রাশিয়া, ইউক্রেন ও ইউরোপের ওএসসিই (অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ)-ভুক্ত আলোচনার টেবিলে স্বাগত জানাচ্ছে ভারত।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>