যেভাবে হোক আজই ছাড়ুন শহর! ইউক্রেনের ভারতীয়দের বড় সতর্কবার্তা দিল্লির

যেভাবে হোক আজই ছাড়ুন শহর! ইউক্রেনের ভারতীয়দের বড় সতর্কবার্তা দিল্লির

নয়াদিল্লি: ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক ভারতীয়র। এই খবর আসার পরেই সেখানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে আরও তৎপরতা দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত অনেককে দেশের ফিরিয়ে আনতে পারা গেলেও ইউক্রেন এই মুহূর্তে আরও বেশি সংখ্যক ভারতীয় আটকে রয়েছে। তবে বিন্দুমাত্র যে তারা সেখানে সুরক্ষিত নয় তা স্পষ্টভাবে বুঝে গিয়েছে সকলে। সেই অনুযায়ী তাদের বড় সতর্কবার্তা দিল নয়াদিল্লি। বর্তমান পরিস্থিতি বুঝে কড়া বার্তা দিয়ে বলা হল, যেভাবে হোক, আজ সকলকে শহর ছাড়তে।

আরও পড়ুন- আর মাত্র ২৪ ঘণ্টা! ফুরোবে হাসপাতালের অক্সিজেন, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগে WHO

আগেই নয়াদিল্লির তরফে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের বলা হয়েছিল ট্রেন ধরে অন্য কোথাও চলে যেতে। পড়শি দেশে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। ভারতীয়দের দেশে ফেরানোর উদ্যোগে পোল্যান্ড ঘোষণা করেছিল যে, ভারতীয় ছাত্রছাত্রীদের ভিসা ছাড়াই তাদের দেশে ঢুকতে দেবে তারা। সেই হিসেবে অনেকেই পোল্যান্ড ঢুকতে পেরেছেন। এছাড়া অনেকেই রোমানিয়া, হাঙ্গেরি গিয়েছেন। সেই সব দেশেই বাকিদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র। ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে একটি টুইট করা হয়েছে এই বিষয়ে। তাতে স্পষ্ট উল্লেখ করে বলা হয়েছে, সমস্ত ভারতীয়, এমনকি ভারতীয় ছাত্রদের আজই কিয়েভ ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি সম্ভব হয় তবে ট্রেনে, তা না হলে যে ভাবে সম্ভব সেভাবেই এই শহর থেকে বেরিয়ে যেতে।

যত সময় এগোচ্ছে তত ইউক্রেনের অবস্থা খারাপ হচ্ছে। কিয়েভের পথে প্রায় ৬৪ কিলোমিটার দীর্ঘ রাস্তায় রুশ বাহিনির ছবিও ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে। তাই আন্দাজ করা হচ্ছে যে, আগামী কয়েক ঘন্টায় পরিস্থিতি আরও সঙ্গীন হতে চলেছে কিয়েভ শহরের। তাই সেখানে আটকে থাকা ভারতীয়দের যেনতেনপ্রকারেণ শহর ছাড়ার বার্তা। ইউক্রেনে এখনও প্রায় ১৮ হাজার ভারতীয় আটকে রয়েছে, যাদের মধ্যে ১৬ হাজারই পড়ুয়া। অবশ্য ইতিমধ্যেই বড় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক বিমান করে ইউক্রেন থেকে ভারতীয়দের আনা তো হচ্ছেই, এবার তাদের উদ্ধারে গ্লোবমাস্টার বিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *