দেশে ফের উল্কার গতিতে ছড়াচ্ছে করোনা, আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছুঁই ছুঁই

দেশে ফের উল্কার গতিতে ছড়াচ্ছে করোনা, আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছুঁই ছুঁই

নয়াদিল্লি: করোনার পরবর্তী তথা চতুর্থ ঢেউয়ের আশঙ্কাকেই ক্রমশ সত্যিতে রূপান্তরিত করে দেশজুড়ে প্রায় উল্কার গতিতে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। গতকাল বৃহস্পতিবারই দেশে করোনার সংক্রমণ ১২ হাজারের গণ্ডি পার করেছে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১৩ হাজারের কাছাকাছি। শুক্রবার সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা বুলেটিন জানান দিচ্ছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১২ হাজার ৮৪৭ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের গণ্ডি পেরোনো এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও প্রথম স্থানে অবস্থান মহারাষ্ট্রের। জানা যাচ্ছে, গত একদিনে শুধুমাত্র মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২৫৫ জন। অন্যদিকে দ্বিতীয় স্থানে অবস্থিত কেরলে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা  কমেছে এদিন। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী গত একদিনে কেরলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪১৯ জন। তবে দক্ষিণের রাজ্য কেরলে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও দক্ষিণের আরও এক রাজ্য কর্নাটকে কিন্তু গত ২৪ ঘন্টায় উদ্বেগজনক হারে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রের হিসাব বলছে কর্নাটকে গত এক দিনে মোট ৮৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আগের দিনের থেকে প্রায় তিনশো বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্যদিকে আক্রান্তের সংখ্যার  তৃতীয় স্থানে অবস্থিত রাজধানী দিল্লিতে কত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩২৩ জন।

তবে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের থেকে কিছুটা কমেছে। কেন্দ্রের হিসাব বলছে গত একদিন দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। মৃতদের মধ্যে আটজন কেরলের বাসিন্দা, তিনজন মহারাষ্ট্রের বাসিন্দা এবং দুজন রাজধানী দিল্লির বাসিন্দা। অন্যদিকে এদিন কর্নাটকেও একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি জানা যাচ্ছে এদিন ফের করোনার দৈনিক সুস্থতার হার কিছুটা বেড়েছে। কেন্দ্রের হিসাব অনুযায়ী গত একদিনে করোনামুক্ত হয় সুস্থ হয়ে উঠেছেন ৭৯৮৫ জন। উল্লেখ্য এই মুহূর্তে দেশে সুস্থতার হার দাঁড়িয়ে রয়েছেন ৯৮.৬ শতাংশে।

অন্যদিকে শুক্রবার দেশের করোনার অ্যাক্টিভ দেশের সংখ্যা পার করেছে ৬৩ হাজারের গণ্ডি। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দেশে করোনার মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ৬৩ হাজার ৬৩ তে। এর সঙ্গেই জানা যাচ্ছে এই মুহূর্তে করোনার পজিটিভিটি রেট দাঁড়িয়ে রয়েছে ৩.৩৫ শতাংশে এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট অবস্থান করছে ২.৩৮ শতাংশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 10 =