নয়াদিল্লি: ইউক্রেন এবং রাশিয়া সংঘর্ষের পরিস্থিতিতে ভারত নিজেদের অবস্থান সম্পর্কে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত দেয়নি। বলা হয়েছিল, আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী তারা। সেক্ষেত্রে রাশিয়া বিরোধী অবস্থান ভারতের ছিল না। এও জানা গিয়েছিল, ইউক্রেনের অনুরোধে রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই আলোচনা কতদূর অগ্রসর হত তাই নিয়ে সন্দেহ ছিল। তবে এবার ভারতের অবস্থান যেন কিছুটা স্পষ্ট হল কারণ রাশিয়া বিরোধী ভোটে অংশই নিল না দেশ।
আরও পড়ুন- রাশিয়ান হামলায় মৃত্যু বাড়ছে! হেল্পলাইন চালু করল ভারত
রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে অংশ নিল না ভারত। আমেরিকা এবং তার সহযোগী রাষ্ট্রগুলি যে প্রস্তাব এনেছিল তার ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। এই ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। ভারত ছাড়াও চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি ভোটাভুটিতে অংশ নেয়নি। উল্লেখ্য, রাশিয়ায় বিরুদ্ধে আনা ওই প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। যদিও ভোটে অংশ না নিলেও ভারতের তরফে শান্তির বার্তা দেওয়া হয়েছে এবং জানান হয়েছে তারা চায় যাতে দ্রুত হিংসা বন্ধ হয় ইউক্রেনে। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে যখন আমেরিকা এবং তার সহযোগী দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব আনে তখন সেই প্রস্তাবের ভোটাভুটিতে অংশ নিল না ভারত। চিন এবং পাকিস্তান আগেই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়ে রাশিয়াকে সমর্থন করেছে। কিন্তু ভারত এখনও পর্যন্ত কোনও অবস্থান নেয়নি। তবে এই ইস্যুর পর ভারতের অবস্থান নিয়ে আলোচনা তীব্র হবে বলেই ধারণা।
প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে হামলা করার আগেই আমেরিকা কড়া বার্তা দিয়েছিল। স্পষ্ট বলা হয়েছিল, রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তাহলে ফল ভাল হবে না। তবে উলটে পুতিন সরকার জানিয়েছিল যে দেশ রাশিয়া এবং ইউক্রেনের মাঝে আসবে তাদের এমন দিন দেখতে হবে যে দিন তারা কখনও দেখেনি। এমতাবস্থায়, সেইভাবে কোনও দেশ রাশিয়ার প্রত্যক্ষ বিরোধিতা করছে না। নিরপেক্ষ থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। ভারতও একই অবস্থান নিয়েছে।