কলকাতা: দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি স্পষ্টভাবে বললেন, এই মুহূর্তে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে তিনি ভীত এবং ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলেও ব্যাখ্যা করেন তিনি। বিগত কয়েক সপ্তাহে একাধিক ইস্যুতে উত্তাল হয়েছে দেশ। তা সে প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য নিয়ে হোক, কিংবা কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প, এখন আবার উদয়পুরের নৃশংস হত্যাকাণ্ড। সব মিলিয়ে দেশের এই পরিস্থিতিতে যে তিনি খুশি নন তা জানিয়েছেন নোবেলজয়ী।
আরও পড়ুন: নদী প্রায় ভরছে মৃতদেহে! আরও করুণ অবস্থা ধস কবলিত মণিপুরের
অর্থনীতিবিদের কথায়, ভারত শুধুমাত্র হিন্দুদের নিয়ে চলতে যেমন পারে না, তেমন শুধু মুসলিমদের নিয়েও চলতে পারে না। সকলকে এক হয়ে থাকতে হবে, একসঙ্গে চলতে হবে। তাহলেই দেশ থাকবে। তাঁর কথায়, তিনি ঐক্যের পক্ষে, চান সবাই যাতে সঙ্গবদ্ধ হয়ে থাকে। তিনি পরিষ্কার করেই এই কথা জানিয়েছেন যে তিনি কোনও রকম বিভাজন চান না এই দেশে। অমর্ত্য সেন আরও বলেন, বর্তমানে এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যাতে ইতিহাস বদলে দেওয়া যায় বা মুসলিমের অস্তিত্ব অবজ্ঞা করা হয়। কিন্তু সকলেই জানেন যে এইভাবে সত্যিটা বদলে যায় না। সেই কারণেই আজকের অবস্থায় দাঁড়িয়ে দেশের সকলের এক হওয়া উচিত বলেই মত প্রকাশ করেছেন তিনি।
এদিকে আজই সুপ্রিম কোর্ট দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি দায়ী করেছে প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মাকেই। আদালতের বক্তব্য, গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বিজেপির প্রাক্তন নেত্রীর। তিনি যে লঘু মন্তব্য করেছেন তা গোটা দেশে আগুন জ্বালিয়েছে। তাঁর মন্তব্য মানুষের আবেগকে উস্কে দিয়েছে। তিনি অবিবেচকের মতো কাজ করেছেন এবং তাঁর উস্কানির কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রাজস্থানের উদয়পুরে যে ঘটনা ঘটেছে তার জন্যও নূপুর শর্মাকেই দায়ী করেছে শীর্ষ আদালত।