সংক্রমণ ৫০ হাজারের ঘরে, সুস্থতা নিয়েও স্বস্তি বাড়ল দেশে

সংক্রমণ ৫০ হাজারের ঘরে, সুস্থতা নিয়েও স্বস্তি বাড়ল দেশে

নয়াদিল্লি: সংক্রমণে আজ আরও একটু স্বস্তি পেল দেশবাসী। মৃত্যুর সংখ্যা কমলেও তা নিয়ে চিন্তা এখনও রয়ে যাচ্ছে। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে গিয়েছে ৬০ হাজারের নীচে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি একটু একটু করে হয়তো ভাল জায়গায় ফিরছে কিন্তু কাঁটা সেই মৃত্যুই। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবার চলতি টিকাও তা ঠেকাতে পারবে না বলেই অনুমান।

আরও পড়ুন- সংক্রমণ-মৃত্যু কমে স্বস্তি রাজ্যে, বঙ্গে বেড়েছে সুস্থতা

শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০৭ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৮০৪ জনের, যা আগের তুলনায় অনেকটাই বেশি। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে ৬ লক্ষ ১০ হাজার ৪৪৩ জন কোভিড আক্রান্ত রয়েছেন। দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ০৭ হাজার ৯৮১ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ২৫ লক্ষ ৮৬ হাজার ৫৪৪। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার ৯৬২ জন। পাশাপাশি দেশের পটিজিভিটি রেট নেমে এসেছে ৩.৪৮ শতাংশে।  এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭২ কোটি ২৯ লক্ষ ৪৭ হাজার ৬৮৮ ডোজ। দেশের সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩৭ শতাংশে।

এদিকে সাধারণ জনতা এখনই বুস্টার ডোজ পাবেন না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কেন্দ্রের বক্তব্য, করোনা সংক্রমণের হার ক্রমশ কমছে রাজ্যে রাজ্যে। তাই এখনও বিজ্ঞানসম্মত ভাবে পরিষ্কার নয় যে সকলের বুস্টার ডোজ প্রয়োজন। বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিজ্ঞানীরা। তবে যদিও তা কখনও দেওয়া হয় তবে তা ধাপে ধাপেই দেওয়া হবে বলে জানান হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে যে, এই মুহূর্তে দেশে প্রথম ডোজ নিয়ে ফেলেছেন ৯৬ শতাংশ মানুষ, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + seven =

দৈনিক সংক্রমণ বাড়ল সাড়ে ৫ শতাংশ, দেশে মৃত্যু লাগামছাড়াই

দৈনিক সংক্রমণ বাড়ল সাড়ে ৫ শতাংশ, দেশে মৃত্যু লাগামছাড়াই

নয়াদিল্লি: দেশের দৈনিক সংক্রমণ এবং সংক্রমণের হার আগের তুলনায় কমলেও এখনও প্রায় লাগামছাড়া দৈনিক মৃত্যু। আজ ১ হাজার ২০০ ছাড়িয়ে গিয়েছে এই সংখ্যা যা অবশ্যই দুশ্চিন্তার! তবে দৈনিক সংক্রমণের হার আজ কিছুটা কমেছে তুলনায়। তবে আজ দৈনিক আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় বেড়েছে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি একটু একটু করে হয়তো ভাল জায়গায় ফিরছে কিন্তু কাঁটা সেই মৃত্যুই। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবার চলতি টিকাও তা ঠেকাতে পারবে না বলেই অনুমান।

আরও পড়ুন- খাওয়ায় নেই অসুবিধা! এই মাস্ক নাক ঢাকে, মুখ নয়

শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬৫ জন। যা গতকালের তুলনায় সাড়ে ৫ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা সংক্রমণের হার কমে হয়েছে ৪.৫৪ শতাংশ। এই একই সময় মৃত্যু হয়েছে ১ হাজার ২১৭ জনের, যার মধ্যে কেরলেই মৃত্যু হয়েছে ৮২৪ জনের। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ১০ হাজার ৯৭৬ জন কোভিড আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ০৫ হাজার ২৭৯ জনের। এদিকে এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭০ কোটি ৮৭ লক্ষ ০৬ হাজার ১০৫ ডোজ, গত ২৪ ঘণ্টায় হয়েছে ৫৩ লক্ষ ৬১ হাজার ০৯৯ ডোজ। পাশাপাশি দেশের সুস্থতার হার এখনও রয়েছে ৯৫ শতাংশের ওপরেই।

এদিকে, এরই মধ্যে আরও এক বার উদ্বেগের খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ আশঙ্কা প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান জানিয়েছেন, আগামী দিনে কোভিডের যে পরিবর্তিত রূপ আসতে চলেছে, সেটি ওমিক্রনের চেয়েও অনেক বেশি ক্ষতিকর ও সংক্রামক হতে পারে। তাঁর কথায়, কোভিডের নয়া রূপ নিশ্চিত ভাবেই চিন্তার কারণ হবে কারণ এটা অনেক বেশি সংক্রামক হতে চলেছে। যা বর্তমান সবকটি রূপকে ছাপিয়ে যেতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 16 =