সপ্তাহের শেষে দেশের কোভিড গ্রাফ কেমন? জেনে নিন

সপ্তাহের শেষে দেশের কোভিড গ্রাফ কেমন? জেনে নিন

84affc1a99199ccb6bd181bc0fd2c98b

নয়াদিল্লি: দেশের কোভিড গ্রাফ মোটামুটি একই জায়গায় বিরাজ করছে। এদিনও দৈনিক আক্রান্ত ৫ হাজারের ওপর। তবে কমেছে অ্যাকটিভ কেস। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হয়েছে। অন্যদিকে সুস্থতার হার কিঞ্চিৎ বেড়েছে যা স্বস্তির বিষয়। কিন্তু সাধারণ মানুষকে যে সতর্ক থাকতে হবে তা বারবার করেই বলছেন বিশেষজ্ঞরা। কারণ করোনা ছাড়াও একাধিক ভাইরাসের দাপট দেখা যাচ্ছে বিশ্বজুড়ে। যার মধ্যে আছে মাঙ্কিপক্স। দেশেও এই রোগ এবং ডেঙ্গুর প্রভাব বাড়ছে বলেই আশঙ্কা।

আরও পড়ুন- দিল্লির বাতাসে ধুলোর মেঘ, টুইন টাওয়ার ধ্বংসে ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে মানবজীবনে

কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৪৭ জন। আবার একদিনে সুস্থ হয়েছে ৫ হাজার ৬১৮ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৫৩ হাজার ৩৭৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৬ হাজার ৮৪৮ জন। আপাতত দেশের সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে ২১৬ কোটি ৪১ লক্ষের বেশি ডোজ। আর গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে প্রায় ২৩ লক্ষের বেশি ডোজ। এতদিনে মোট মৃত্যু হয়েছে, ৫ লক্ষ ২৮ হাজার ৩০২ জনের।

এদিকে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দেশে। করোনার ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু হয়েছে মেয়ের, এমন বিস্ফোরক অভিযোগ তুলে ধনকুবের বিল গেটস এবং সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। তিনি ১ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তিনি দাবি করেছেন, কোভিশিল্ড টিকার ডোজ নিয়েই পার্শ্বপ্রতিক্রিয়া হয় তাঁর মেয়ের শরীরে। আর তার জেরেই মৃত্যু হয় তাঁর। এই কারণে গেটস ও সেরামকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *