নিয়ন্ত্রণেই দেশের কোভিড গ্রাফ, পজিটিভিটি রেট সামান্য বাড়ল

নিয়ন্ত্রণেই দেশের কোভিড গ্রাফ, পজিটিভিটি রেট সামান্য বাড়ল

5f6459fb12bb1abb3b59ea4cbb4f3cbd

নয়াদিল্লি: দেশ করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতা থেকে বেরিয়ে আসছে, তা আজ আরও বোঝা গেল। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ৭ হাজারের নীচেই রয়েছে।  সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে অনেক আগেই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে যাতে করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তবে এখনই যে পুরোপুরি অসতর্ক হওয়া যাবে না সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এরই মাঝে দেশের আজকের কোভিড পরিসংখ্যানে হেরফের। গতকালের তুলনায় কমেছে আক্রান্ত-মৃত্যু।

আরও পড়ুন- তাহেরপুর বামেদের দখলে যেতেই রাতিরাতি বদল ওসি! তবে কি শাস্তি?

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৬ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২০১ জনের। পরিসংখ্যান বলছে, এই মুহূর্ত পর্যন্ত দেশে অ্যাকটিভ করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ৮৯৭ জন। পাশাপাশি মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১৪ হাজার ৫৮৯ জন। এই মুহূর্তে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ২৩ লক্ষ ৬৭ হাজার ০৭০ জন এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩ হাজার ৪৫০ জন। এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭৮ কোটি ২৯ লক্ষ ১৩ হাজার ০৬০ ডোজ। গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ২৪ লক্ষের বেশি মানুষ। দেশের পটিজিভিটি রেট আজ কিছুটা বেড়ে হয়েছে ০.৬৯ শতাংশ। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৮.৬৪ শতাংশ।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ২৫ জন। কলকাতা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ২০ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ৫৪৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৭৮ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৫৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯২ হাজার ৫৯১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

২৪ ঘণ্টায় বাড়ল কোভিড গ্রাফ, দেশের বেড়েছে পজিটিভিটি রেট

২৪ ঘণ্টায় বাড়ল কোভিড গ্রাফ, দেশের বেড়েছে পজিটিভিটি রেট

8a7ff52f27e5747480b288dd693fa20c

নয়াদিল্লি: দেশ করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতা থেকে বেরিয়ে আসছে, এমনটা আগেই মনে করেছিল কেন্দ্রীয় সরকার। তবে আজ ফের দেশের কোভিড গ্রাফ কিঞ্চিত বেড়ে গেল। ইতিমধ্যে সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে চিঠি পাঠানো হয়েছে করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানিয়ে। তবে এখনই যে পুরোপুরি অসতর্ক হওয়া যাবে না সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এরই মাঝে দেশের আজকের কোভিড পরিসংখ্যানে হেরফের। আজ দেশের কোভিড গ্রাফ উঠল ১৫ হাজারের ওপরে।

আরও পড়ুন- এবার বাড়িতে বসেই কাটুন তৎকাল টিকিট, যাত্রীদের স্বার্থে নয়া অ্যপ আনল IRCTC

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১০২ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ২৭৮ জনের। পরিসংখ্যান বলছে, এই মুহূর্ত পর্যন্ত দেশে অ্যাক্টিভ করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৫২২ জন। পাশাপাশি মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১২ হাজার ৬২২ জন। এই মুহূর্তে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ২১ লক্ষ ৮৯ হাজার ৮৮৭ জন এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩১ হাজার ৩৭৭ জন। এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭৬ কোটি ১৯ লক্ষ ৩৯ হাজার ০২০ ডোজ। দেশের পটিজিভিটি রেট আজ কিছুটা কমে হয়েছে ১.২৮ শতাংশ। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৮ শতাংশের ওপর।

অন্যদিকে, জরুরি ভিত্তিতে ১২-১৮ বছরের শিশুদের দেওয়া যাবে কোরবেভ্যাক্স টিকা। এমনটাই জানিয়েছে বায়োলজিকাল ই লিমিটেড সংস্থা। এই ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এই  ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা।  দু’টি ডোজের এই ভ্যাকসিন বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য। কোভিড-১৯ প্রতিরোধে আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন এটি। কোরবেভ্যাক্স ভ্যাকসিনে একটা অ্যান্টিজেন রয়েছে। এই অ্যান্টিজেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের চিলড্রেন হসপিটাল সেন্টার ফর ভ্যাকসিন ডেভলপমেন্ট এবং বেলর কলেজ অফ মেডিসিনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *