নয়াদিল্লি: এক দিনের স্বস্তির পর দেশে ফের করোনার সংক্রমনের মারন লাফ। একদিনে দেশের দৈনিক সংক্রমণ বাড়ল এক ধাক্কায় প্রায় ২৪ শতাংশ। প্রসঙ্গত গতকাল অর্থাৎ মঙ্গলবারই জানা যায় দেশে দৈনিক সংক্রমণ এবং সক্রিয়তার হার কিছুটা কমায় আক্রান্তের সংখ্যা কমে ১৩ হাজারের গণ্ডিতে প্রবেশ করেছে। কিন্তু মঙ্গলবারের পর বুধবার সকালেই কেন্দ্রের রিপোর্ট জানাচ্ছে, দেশের দৈনিক সংক্রমণ বেড়ে ফের ১৭ হাজারের কাছাকাছি পৌঁছেছে।
গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৯০৬ জন। এর সঙ্গেই জানা যাচ্ছে এই মুহূর্তে সংক্রমনের শীর্ষে রয়েছে আমাদের রাজ্য বাংলা। গত একদিনে শুধুমাত্র বাংলাতেই ২৬৫৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে পাঁচজনের। সাম্প্রতিককালে এটাই বাংলার করোনা পরিস্থিতির সর্বোচ্চ রেকর্ড। বাংলার পরে আক্রান্তের সংখ্যার নিরিখে অবস্থান মহারাষ্ট্রের। এই রাজ্যে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। অন্যদিকে ২২৮০ জন দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে তামিলনাড়ুর। জানা যাচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনও সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে এদিন দৈনিক আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। জানা যাচ্ছে গত একদিনে দেশে করোনার বলি হয়েছেন ৪৫ জন। মৃতের সংখ্যার নিরিখে প্রথম স্থানে রয়েছে দক্ষিণের রাজ্য কেরল। এই রাজ্যে একদিনে ১৭ জন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বলে খবর। অন্যদিকে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অবস্থান মহারাষ্ট্র এবং আমাদের রাজ্য বাংলার। মহারাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের এবং বাংলায় গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন। তবে বুধবার আগের দিনের থেকে দৈনিক সুস্থতার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রের রিপোর্ট বলছে গত একদিনে দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৫৪৪৭ জন। দেশের বর্তমান সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ।
এর সঙ্গেই জানা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হারও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার যেখানে দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ৩.২৩ শতাংশ বুধবার সকালে সেটাই বের হয়েছে ৩.৬৮ শতাংশ।