সংক্রমণের গ্রাফ আরও নীচে নামল দেশে, বাড়ছে টিকাকরণ

সংক্রমণের গ্রাফ আরও নীচে নামল দেশে, বাড়ছে টিকাকরণ

8a7ff52f27e5747480b288dd693fa20c

নয়াদিল্লি: সংক্রমণে আজ আরও একটু স্বস্তি পেল দেশবাসী। মৃত্যুর সংখ্যাও দিনে দিনে কিছু হলেও হ্রাস পাচ্ছে। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে গিয়েছে ৩০ হাজারের নীচে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি একটু একটু করে হয়তো ভাল জায়গায় ফিরছে কিন্তু মৃত্যু নিয়েই একটা ভয়। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ মহারাষ্ট্রে এই আধিপত্য দেখা যাওয়ার তথ্য সামনে এসেছে। আবার চলতি টিকাও ওমিক্রন ঠেকাতে পারবে না বলেই অনুমান গবেষকদের একাংশের।

আরও পড়ুন- সংবিধান মানতেই হবে! হিজাব বিতর্কে মুখ খুললেন যোগী

শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৯ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৪৭ জনের। পরিসংখ্যান বলছে, আপাতত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৬ লক্ষ ৯২ হাজার ৯৪৩ জন, মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ০৯ হাজার ৩৫৮ জন। এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭৩ কোটি ৪২ লক্ষ ৬২ হাজার ৪৪০ ডোজ। গত ২৪ ঘন্টায় তা হয়েছে ৪৪ লক্ষ ৬৮ হাজার ৩৬৫ ডোজ। পাশাপাশি দেশের পটিজিভিটি রেট নেমে এসেছে ২.২৩ শতাংশে। এই মুহূর্তে দেশে মোট করোনা মুক্তি ঘটেছে ৪ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার ৪৫৮ জনের। আর গত ২৪ ঘণ্টায় দেশে ৮২ হাজার ৮১৭ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। দেশের সুস্থতার হার ৯৭ শতাংশে ঘোরাফেরা করছে।

অন্যদিকে, শেষ পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩২০ জন। একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ২৩ জন। আক্রান্তদের মধ্যে ৪৯ জন উত্তর ২৪ পরগনার, ৩৪ জন ছিল কলকাতার। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১১ হাজার ২২১ জন। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ০৪০ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *