বর্ষা নিয়ে বড় তথ্য দিল আইএমডি, বিদায় কি আসন্ন

বর্ষা নিয়ে বড় তথ্য দিল আইএমডি, বিদায় কি আসন্ন

নয়াদিল্লি: বৃষ্টি নিয়ে এখন চিন্তা কম নেই। পশ্চিমবঙ্গবাসী তো ঘোর আশঙ্কায় পড়ে গিয়েছে বর্ষা নিয়ে কারণ সামনেই দুর্গাপুজো এবং পুজোতে বৃষ্টি হবে বলে আভাস মিলেছে। এদিকে অন্যান্য রাজ্যেও বিভিন্ন উৎসব শুরু হচ্ছে। সব মিলিয়ে বৃষ্টি নিয়ে একটা আতঙ্ক। কিন্তু এবার এই বৃষ্টি বিদায় নিয়েই বড় আপডেট দিল আইএমডি। জানান হল, বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হবে আগামী কয়েক দিনের মধ্যে।

আরও পড়ুন- রাত ৮টার মধ্যে সিবিআই হাজিরা দিতেই হবে মানিককে, গ্রেফতারও হতে পারেন

উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের কিছু অংশ থেকে আগে বর্ষা বিদায় নিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে চলতি মাসের শেষ পর্যন্ত যে বৃষ্টি হবেই তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। আইএমডি বলছে, ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, অসম, মেঘালয়, আন্দামানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে যে, ১ তারিখ ভারী নিম্নচাপ সৃষ্টি হবে এবং আগামী ৫ তারিখ পর্যন্ত উপকূলবর্তী অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হবে। এখন আইএমডি বর্ষা বিদায়ের কথা জানালেও তার সময় নিয়ে নিশ্চিত হতে পারেনি। তাই আগামী বেশ কয়েক দিন যে বৃষ্টি হবেই তা স্পষ্ট।

শুধু বাংলা বা বাংলার পার্শ্ববর্তী জেলা নয়, ভারতের একাধিক রাজ্যেই বৃষ্টিপাত হবে এই সময়ে। এমনতেই অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষাকাল থাকে। এবারেও যে তার কোনও ব্যতিক্রম হবে না সেটাও বোঝা যাচ্ছে। পশ্চিম বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যেই এক ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলেও জানা গিয়েছে। তাই বৃষ্টি চলবেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − one =