পতনের মুখে মহারাষ্ট্র সরকার? প্রশ্নের মুখে শিবসেনার ২২ বিধায়কের ভূমিকা

পতনের মুখে মহারাষ্ট্র সরকার? প্রশ্নের মুখে শিবসেনার ২২ বিধায়কের ভূমিকা

মুম্বই: বিরাট চিন্তা গ্রাস করছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। না এই চিন্তা করোনা ভাইরাস নিয়ে নয়, বরঞ্চ এই চিন্তা তাঁর নিজের মুখ্যমন্ত্রিত্বের গদি নিয়ে। কারণ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে পতন হয়ে যেতে পারে তাঁর সরকারের। আসলে বিধান পরিষদ ভোটের ফল প্রকাশের পরই মহারাষ্ট্রের মন্ত্রী-সহ ২২ শিব সেনা বিধায়ক ‘নিখোঁজ’ হয়ে গিয়েছেন! অনেকের ধারণা তারা সকলেই দল বদল করতে পারে। এমন হলে পড়ে যাবে উদ্ধব ঠাকরের সরকার।

আরও পড়ুন- ‘না’ বলেছেন গোপালকৃষ্ণ গান্ধীও, মমতাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী তাহলে কে

সূত্র মারফৎ জানা গিয়েছে, মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে ওই বিধায়করা গুজরাটের কোনও হোটেলে গিয়ে রয়েছেন। দল বদলের পাশাপাশি আবার অনেকের অনুমান তারা হয়তো বিধায়ক পদ থেকে ইস্তফা দেবে। তবে ঘটনা যাই হোক না কেন, চাপে যে রয়েছে উদ্ধব ঠাকরে সরকার তা বলাই বাহুল্য। কারণ এখন যা পরিস্থিতি তাতে অবিলীলায় ঘোড়া কেনা-বেচায় নামতে পারে বিজেপি। তেমন হলে মহারাষ্ট্রের সরকার বেশি সময় টিকতে পারবে না। যদিও এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছে মহারাষ্ট্রের আগাড়ি জোট সরকার। শিব সেনার তরফে স্পষ্ট বার্তা দিয়ে জানান হয়েছে, একনাথ শিন্ডে তাদের অনুগত সদস্য। তিনি কখনই এমন করতে পারেন না। তিনি মহারাষ্ট্রে ফিরলেই তাঁর সঙ্গে বৈঠকে বসবে দল।

এদিকে আবার শোনা গিয়েছে, বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার যে বৈঠক ডেকেছেন তাতে যোগ দেবে না শিব সেনা। এই নিয়েও জটিলতা সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত বিরোধীরা রাষ্ট্রপতি পদ প্রার্থী ঠিক করে উঠতে পারেনি। শরদ পাওয়ার নিজে রাজি হননি তাঁর নাম প্রস্তাবের পর। ফারুক আবদুল্লা, গোপালকৃষ্ণ গান্ধীও রাজি হননি মনোনিত হতে। এক্ষেত্রে বিরোধীদেরও চাপ বাড়ছে। আর এই অবস্থার পুরো ফায়দা নিতে চাইছে বিজেপি শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =