প্রধানমন্ত্রী কৃষি সম্মান যোজনায় বড় বদল, আটকে যেতে পারে কিস্তি

প্রধানমন্ত্রী কৃষি সম্মান যোজনায় বড় বদল, আটকে যেতে পারে কিস্তি

85332759c49bbe258c8cd68c722ce3d1

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কৃষি সম্মান যোজনায় নথিভুক্ত কৃষকরা ১১ তম কিস্তির অপেক্ষা করছেন। কিন্তু সেই কিস্তি আসার আগেই প্রধানমন্ত্রী কৃষি সম্মান যোজনায় বেশ কিছু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের জেরে নতুন করে বেশ কিছু নথি জমা করতে হবে। না হলে আটকে যেতে পারে কৃষি সম্মান যোজনার কিস্তি। 

জানা গিয়েছে, আগামী কিস্তির আগেই সরকার পিএম কৃষি সম্মান যোজনার বড় বদল করেছে। সেখানে নতুন করে আরও বেশ কিছু নথি দিতে হবে। তা না হলে, ভুয়ো কৃষকের তালিকায় নাম চলে যাবে। কিস্তির টাকা আর পাওয়া যাবে না। শুধু তাই নয়, এর জেরে এতদিন যত টাকা যোজনা থেকে পাওয়া গিয়েছে, সব ফেরত দিতে পারে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গ প্রধানমন্ত্রী কৃষি সম্মান যোজনায় প্রতি চার মাস অন্তর দুই হাজার টাকা করে দেওয়া হয়। শেষ কিস্তি জানুয়ারি মাসে এসেছিল। 

প্রধানমন্ত্রী কৃষি সম্মান যোজনার পোর্টালের গিয়ে জেনে নিতে হবে নতুন কী নির্দেশিকা এসেছে। যোজনার নিয়ম অনুযায়ী আবেদনকারীর স্বামী বা স্ত্রীর নামে জমি থাকতে হবে। দুই জনের নামে জমি থাকলে একজন সুবিধা পাবেন। এছাড়াও উপভোক্তাদের কেওয়াইসি ফর্ম আপডেট করা বাধ্যতামূলক। প্রথমে পোর্টালে গিয়ে জেনে নিতে হবে, যে সব নিয়ম রয়েছেন, সেই অনুযায়ী আপনি এই সুযোগ পাওয়ার আপনি উপযুক্ত কি না। আপনি যদি উপযুক্ত না হন, সেক্ষেত্রে আপনি যদি এতদিন এই সুযোগ পেয়ে আসেন, সেক্ষেত্রে এতদিনের কিস্তির টাকা আপনাকে ফেরত দিতে হবে। পোর্টালে গিয়ে টাকা ফেরত দেওয়ার আবেদন করতে হবে। অন্য দিকে, সরকার যদি জানতে পারে, সুবিধা নেওয়ার উপযুক্ত না হয়েও কিস্তির টাকা নিয়েছেন, সেক্ষেত্রে টাকা ফেরতের নির্দেশিকা জারি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *