নয়াদিল্লি: নাম বদলের হিড়িক আবার শুরু হয়ে গিয়েছে। বিগত কয়েক বছরে একাধিক জায়গার নাম পরিবর্তনের আর্জি জানান হয়েছে বিজেপি বা অন্য কোনও হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে। কিছু স্থানের নাম বদল হয়েছে, আবার কিছু জায়গার হয়নি। এখন আবার কুতুব মিনারের নাম বদলের দাবি তোলা হল হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে। এই নিয়ে মিনারের সামনে বিক্ষোভও প্রদর্শন করে তারা। হিন্দুত্ববাদী সংগঠন মহাকাল মানবসেবা প্রোটেস্টের নেত্রিত্বে এই বিক্ষোভ দেখানো হয় এবং তাদের সঙ্গ দেয় আরও কয়েকটি সংগঠন।
আরও পড়ুন- আগামী দু’মাসের মধ্যে ফের বড় বিদ্যুৎ সঙ্কটের আশঙ্কা!
হিন্দুত্ববাদী সংগঠন মহাকাল মানবসেবা প্রোটেস্টের দাবি, কুতুব মিনারের নাম বদল করে রাখতে হবে ‘বিষ্ণু স্তম্ভ’। তাদের বক্তব্য, এই জায়গায় আগে ২৭ টি মন্দির ছিল। তার মধ্যে অন্যতম জৈন তীর্থঙ্কর ভগবান ঋষভ দেবের উপাসনাস্থল-সহ ভগবান বিষ্ণু, গণেশ, শিব, সূর্য, হনুমান, দেবী গৌরীর মন্দির। এই মন্দিরগুলির পুনর্নির্মাণের দাবি অনেক আগে থেকেই তুলে আসছে বিশ্ব হিন্দু পরিষদ। এবার কুতুব মিনারের নাম বদলের আওয়াজ তোলা হল। একই সঙ্গে দিল্লির আকবর রোড, হুমায়ুন রোড, ঔরঙ্গজেব লেন, তুঘলক লেনের মতো সড়কের নাম বদলে দেওয়া হোক, এমন আর্জিও জানান হয়েছে।
দ্বাদশ শতাব্দীতে নির্মিত কুতুব মিনার তৈরি করেছিলেন কুতুবুদ্দিন আইবক। এটিই বিশ্বের দীর্ঘতম মিনার যার দৈর্ঘ্য ৭২.৫ মিটার। এখানে রয়েছে ৩৭৯ টি ঘোরানো সিঁড়ি। ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’-এর অন্তর্গত এটি। কিন্তু এই মিনার নিয়ে বিতর্কেরও কোনও শেষ নেই। আগেও আদালতে কুতুব মিনার এবং মন্দির নিয়ে মামলা করা হয়েছিল। কিন্তু তিনটি মামলা খারিজ হয়ে যায়।