নয়ডা: OYO হোটেলের একটি রুমের ডাস্টবিন থেকে উদ্ধার করা হল ভ্রূন। চাঞ্চল্যকর এই ঘটনা নয়ডায় ঘটেছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। হোটেলের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে। এক যুগল এই রুমে ছিলেন। ওই যুগলের সন্ধান শুরু করেছে নয়ডা পুলিশ।
১৮ মে নয়ডার ৭১ নম্বর সেক্টরে OYO হোটেলের একটি রুমে ঘটেছে। হোটেল সূত্রের খবর, এক দম্পতি চেকআউট করার পরেই সাফাই কর্মী ওই ঘরে ঢোকেন। ডাস্টবিন থেকে একটি ভ্রুন উদ্ধার করেন। তারপরেই তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান। হোটেল কর্তৃপক্ষ পরিস্থিতি বিচার করে পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যে নয়ডা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত ওই যুগলের কোনও সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ সূ্ত্রের খবর, হোটেলের একটি রুমের ডাস্টবিন থেকে ভ্রূন উদ্ধার করা হয়েছে। ভ্রূনটি চারমাসের। পুলিশ জানিয়েছে, ভ্রূনটি একটি শিশুকন্যার। ইতিমধ্যে পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে। সেখান থেকেই যুগলকে চিহ্নিতরণের পক্রিয়া শুরু হয়েছে। তাছাড়া হোটেলে ঢোকার সময় ওই যুগল যে পরিচয় পত্র দিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো আধারকার্ড দেখিয়ে ওই যুগল হোটেলে রুম ভাড়া নিয়েছিল। এই ঘটনায় হোটেলের বৈধতা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্যদিকে, ধর্ষণের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নাবালিকা। সেখানেই তাঁকে পুলিশ কর্মী ধর্ষণ করেন বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের ললিতপুরের ঘটনা। তিন দিন ধরে ছয় যুবক কিশোরীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। থানায় অভিযোগ করতে গেলে ললিতপুর থানার ইনচার্জ তাঁকে ধর্ষণ করে। ঘটনায় ওই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।