গান্ধীনগর: গুজরাতের মোট ১৮২টি বিধানসভার আসনের মধ্যে প্রথম দফায় কচ্ছ-সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতের ১৯টি জেলার ৮৯ আসনে ভোটগ্রহণ হয় বৃহস্পতিবার। কিন্তু এই ভোট নিয়ে আপাতত অস্বস্তিতে আছে বিজেপি শিবির। কারণ বিকেল ৫টা পর্যন্ত গুজরাতে প্রায় ৫৭ শতাংশ ভোট পড়েছে। প্রথম দফায় ভোটদানের হার ‘কম’ বলে ধারণা করছে বিজেপি আর তাতেই বাড়ছে জল্পনা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আনুষ্ঠানিক ভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত ৫৬.৮৮ শতাংশ ভোট পড়েছে সে রাজ্যে। তবে বিজেপি না কংগ্রেস, শেষ হাসি কে হাসে তা জানতে অপেক্ষা করতে হবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন- আছে নিজেদের আইন, ভাষা, হিমাচলের ‘চরস গ্রামে’ ভুল করে কাউকে ছুঁলেই গুণতে হয় জরিমানা
২০১৭ সালের বিধানসভা নির্বাচনে গুজরাতে ভোটদানের হার ছিল প্রায় ৭০ শতাংশ। তাই বোঝাই যাচ্ছে এবারে তা অনেকটাই কম। তাহলে কি কংগ্রেস কিছুটা হলেও শক্তি বাড়িয়ে নিল মোদী রাজ্যে? গত তিন দশক ধরে গুজরাতে ক্ষমতায় আসতে পারেনি কংগ্রেস৷ পদ্ম উপড়ে সে রাজ্যের রাজ্যপাট দখলে মরিয়া হয়ে উঠেছে তারা৷ তাই ইস্তেহারে এক কথায় কল্পতরু হয়েছিল তারা। তাদের ইস্তেহারে রয়েছে নরেন্দ্র মোদী নামাঙ্কিত স্টেডিয়ামের নাম পুনরুদ্ধারের প্রতিশ্রুতি৷ গুজরাটে ক্ষমতায় এলেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।
যদিও প্রচলিত একটি ধারণা হল, ভোটদানের হার কম হলে শাসক দল আবার ক্ষমতায় ফেরে। এবার গুজরাতের ক্ষেত্রে তা হবে নাকি অন্য ইতিহাস লিখতে চলেছে রাজ্যবাসী তা জানার অপেক্ষায় গোটা দেশ। কারণ এই জয় বা হার থেকে আগামী লোকসভা ভোটের জন্য তৈরি হবে বিজেপি সহ অন্যান্য দলেরা।