দ্বিতীয় রাউন্ডে আরও এগিয়ে গেলেন দ্রৌপদী, জয় প্রায় নিশ্চিত

দ্বিতীয় রাউন্ডে আরও এগিয়ে গেলেন দ্রৌপদী, জয় প্রায় নিশ্চিত

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দফাও সম্পন্ন হয়েছে। আর এই দফায় আরও অনেকটা এগিয়ে গেলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। এই রাউন্ডে শেষে তিনি পেয়েছেন ৮০৯ টি ভোট। প্রথম দফায় ৫৪০ টি ভোট পেয়ে এখনও পর্যন্ত মোট ১ হাজার ৩৪৯ টি ভোট পেয়েছেন দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে যশবন্ত সিনহা এখনও পর্যন্ত পেয়েছেন ৫৩৭ টি ভোট। প্রথম দফায় তিনি ২০৮ টি এবং দ্বিতীয় দফায় ৩২৯ টি ভোট পেয়েছেন। এখন দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত মোট ভোটের মূল্য ৪ লক্ষ ৮৩ হাজার ২৯৯। একই সঙ্গে যশবন্ত সিনহার ভোটের মোট মূল্য ১ লক্ষ ৮৯ হাজার ৮৭৬।

এদিকে বিজেপি সূত্রে জানা গিয়েছে, তারা অনুমান করেছে যে বিরোধী দলের ১৭ জন সাংসদ তাঁদের পক্ষেই মত দিয়েছেন, অর্থাৎ ‘ক্রস ভোটিং’ হয়েছে। বিজেপি ৫২৩ জন সংসদ সদস্য মুর্মুকে ভোট দেবেন বলে ভেবেছিল। তবে মুর্মু আপাতত মোট ৫৪০ টি ভোট পেয়েছিলেন। এই অবস্থায় বিজেপির দাবি, ১৭ জন বিরোধী পক্ষ থেকে তাদের প্রার্থীকে ভোট দিয়েছেন। তাই তাদের জয় কার্যত নিশ্চিত। উল্লেখ্য এনডিএর পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু ওড়িশার একজন আদিবাসী মহিলা এবং ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল। তবে রাজনীতিতে আসার আগে তিনি ওড়িশারই একটি গ্রামের স্কুলে দীর্ঘদিন শিক্ষিকার কাজ করেছেন। ৬৪ বছরের এই সাধারণ স্কুল শিক্ষিকাই আজ রাইসিনা দখলের পথে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 13 =