দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গত বুধবার অর্থাৎ ৪ মে থেকে চলতি সপ্তাহের সোমবার অর্থাৎ ৯ মে পর্যন্ত বাজারে বিক্রি হল ভারতের সর্ববৃহৎ আইপিও তথা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ার। চলতি বছরের শুরু থেকেই এই আইপিওকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা ছিল সাধারণ মানুষের মধ্যে। LIC-এর আইপিওর জন্য কার্যত হাপিত্যেশ করে বসেছিলেন বিনিয়োগকারীরা। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান ঘটিয়ে পূর্ব নির্ধারিত দিনেই বাজারে লঞ্চ করে LIC-এর আইপিও। আগেই জানানো হয়েছিল ইকিউটি শেয়ারে সরকারকর্তৃক LIC-এর আইপিওর দাম ৯০২ এবং ৯৪৯ টাকা ধার্য করা হয়েছে। তবে এ ক্ষেত্রে পলিসি হোল্ডাররা শেয়ারপ্রতি ৬০ টাকা এবং কর্মীরা .৪৫ টাকা ছাড় পাবেন বলে খবর।
কিন্তু জানা যাচ্ছে এই পাঁচদিনেই বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে জীবনবীমার এই আইপিও। বাজারে আসার প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া ফেলে দেয় এই আইপিও। বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই এলআইসির মোট আইপিওর ১০% বিক্রি হয়ে যায়। প্রথম দিনেই বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৫৬২৭ কোটি টাকা লাভ হয়। রিপোর্ট বলছে, এলআইসির আইপিও প্রয়োজনের থেকে ২.৯৫ গুন বেশি সাবস্ক্রিপশন পেয়েছে। এক্ষেত্রে পলিসি হোল্ডারদের শেয়ার ৬.১২ গুণ বেশি সাবস্ক্রাইব হয়েছে। অন্যদিকে এলআইসি কর্মী কোটা শেয়ার ৪.৪ গুণ বেশি সাবস্ক্রিপশন পেয়েছে। বিনিয়োগকারী এবং কর্মী কোটা দুটোই একবারের জায়গায় পরপর দুবার ওভার সাবস্ক্রিপশন পেয়েছে। অন্যদিকে দিন কয়েক আগে বাজারে আসার রিটেল ভাগ দ্বিগুণ সাবস্ক্রিপশন তো দূর অস্ত, নিজেদের সেট করার টার্গেট সাবস্ক্রিপশনেও পৌঁছাতে পারেনি।
কিন্তু এখন প্রশ্ন হল, যতজন সাবস্ক্রিপশন করেছেন তার অর্ধেকেরও কম বিনিয়োগকারীর ভাগ্যের তালা খুলবে জীবনবীমার এই আইপিও পেয়ে। এক্ষেত্রে কারা জীবনবীমার শেয়ার পেতে সফল হয়েছেন তা জানা যাবে আগামীকাল অর্থাৎ ১২ মে। অন্যদিকে যে সমস্ত বিডার্সরা এই আইপিও পেতে ব্যর্থ হয়েছেন তারাও সেই খবর জানতে পারবেন আগামীকালই। সেই সঙ্গে তাঁদের বিনিয়োগের টাকাও তাঁরা সঙ্গে সঙ্গে ফেরত পেয়ে যাবেন। এক্ষেত্রে যারা এই শেয়ার পেতে সক্ষম হবেন তাঁদের স্টক সেকেন্ডারি মার্কেটে ট্রেড করতে শুরু করবে আগামী ১৭ মে থেকে।
কিন্তু জানেন কি কিভাবে জানতে পারবেন আপনি এই জীবন বীমার আইপিও পেতে সক্ষম হয়েছেন কিনা। আসুন জেনে নেই কিভাবে অর্থাৎ কোন পদ্ধতিতে আপনাকে আগামীকাল এই শেয়ারের হালহকিকতের খবর পেতে হবে। আমরা সাধারণত দুভাবে এটা দেখতে পাবো। এক্ষেত্রে যদি আপনি জীবনবীমার বিনিয়োগকারী হন তাহলে আপনি আপনার এলআইসি আইপিও স্ট্যাটাসে গেলেই বিষয়টি দেখতে পাবেন। দেখে নিন কিভাবে,
প্রথমেই কি করতে হবেhttps://www.bseindia.com/investors/appli_check.aspx এই সাইটে যেতে হবে।
এরপর সাইটটি খুললে ‘ইস্যু টাইপ’ অপশনে যেতে হবে
এই অপশনে গেলে ইস্যুর নাম, এপ্লিকেশন নম্বর এবং আপনার প্যান কার্ডের নম্বর নথিভুক্ত করতে হবে।
এরপর একটি বক্স আসবে যেখানে লেখা থাকবে আই এম নট এ রোবট। তাতে ক্লিক করতে হবে।
ওই বক্সে টিক চিহ্ন দিলেই সার্চের একটা অপশন আসবে সেখানে গিয়ে আপনি চেক করতে পারেন আপনি এলআইসির আইপিও পেয়েছেন কিনা।
অন্যদিকে আপনি KFin Tech-এর দ্বারা আপনার আপডেট চেক করতে পারেন।
সেক্ষেত্রে আপনাকে প্রথমে kprismop.kfintech.com/ipostatus এই সাইটটি খুলতে হবে।
পেজটি খুললে সেখানে এলআইসি আইপিও অপশনে ক্লিক করতে হবে।
এরপর নিজের আইডি কিংবা প্যান কার্ড নম্বর দিতে হবে।
এরপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে।
এরপর আসবে একটি Captcha কোড। সেই কোড দিয়ে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে।