চেন্নাই: অনুন্নত রাজ্যের ভাষা হিন্দি। সেই হিন্দি ভাষা ব্যবহার করলে তামিলরা শুদ্র হয়ে যাবেন। এমনই মন্তব্য করলেন তামিলনাড়ুর সাংসদ টিকেএস এলনাগোভান। এই মন্তব্য করে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছেন এলনাগোভান। তিনি জানিয়েছেন, তামিলনাড়ুতে হিন্দি ভাষার প্রচলন হলে, শুদ্র বানিয়ে ছাড়বে। তামিলদের জন্য হিন্দি ভাষা ভালো নয় বলেও তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই তামিলনাড়ুতে ভাষা নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। এলনাগোভানের মন্তব্যে সেই বিতর্কে যেন ঘি যোগ হল। কয়েকদিন আগেই তামিলনাড়ুর উচ্চ শিক্ষামন্ত্রী কে পোনমুদি হিন্দি ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, যাঁরা হিন্দিতে কথা বলেন, তাঁরা ফুচকা বিক্রি করেন। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করে এলনাগোভান মনে করিয়ে দেন পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, তামিলনাাড়ু, কর্নাটক, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি যথেষ্ট উন্নত। আর এই রাজ্যের ভাষা হিন্দি নয়।
তামিলনাড়ুর উচ্চশিক্ষামন্ত্রী কে পোনমুদি মনে করেন ইংরেজি আন্তর্জাতিক ভাষা ইংরেজি। স্থানীয় ভাষা তামিল। কিন্তু হিন্দিতে কথা বললে চাকরি পেতে সুবিধা হবে বলে অনেকে প্রচার করছেন বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, তামিলনাড়ুতে যাঁরা ফুচকা বিক্রি করেন, তাঁরা হিন্দিতে কথা বলেন। একজন উচ্চশিক্ষা মন্ত্রীর এই ধরনের মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তীব্র বির্ের সৃষ্টি হয়েছে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, এই ধরনের মন্তব্যে হিন্দিভাষী মানুষদের অপমান করা হচ্ছে। ডিএমকে পরিস্থিতির সুযোগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা নারায়ণ তিরুপতি।
হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে বার বার অভিযোগ উঠছে কেন্দ্রের বিরুদ্ধে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, ভারতে ইংরেজির পরিবর্তে হিন্দি ভাষা হওয়া প্রয়োজন। যদিও তিনি স্থানীয় ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন। তবে এই মন্তব্যের পরেই দেশ জুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে তামিলনাড়ুর একের পর এক নেতা হিন্দি ভাষাকে আক্রমণ করে বিতর্ক যেন আরও বাড়িয়ে দিচ্ছেন।