মহারাষ্ট্র: যে তিন কারণে ভরাডুবি উদ্ধবের

মহারাষ্ট্র: যে তিন কারণে ভরাডুবি উদ্ধবের

68f73f251384320c4bb35b2b82721965

মুম্বই: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়নের পর অবশেষে বুধবার রাতে ফেসবুক লাইভে এসে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন উদ্ধব ঠাকরে। ইতিমধ্যেই জানা গিয়েছে, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যাতেই শপথ গ্রহণ করতে চলেছেন মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের সেনাপতি তথা শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। যদিও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমে বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফোড়নবিশের নামই শোনা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে জানা যায় দেবেন্দ্র নয়, মারাঠা ভূমির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন একনাথ নিজেই।

উল্লেখ্য, একনাথের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন বহুদিনের। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধবের শপথের সময়েও শিন্ডে এবং শিন্ডের ঘনিষ্ঠ বিধায়করা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে একনাথকেই দেখতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় উদ্ভবের পাল্লা ভারী থাকার কারণে একনাথের স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছিল। কিন্তু সম্প্রতি শিবসেনার অন্দরে রাজনৈতিক কোন্দলের শুরু হওয়ায় সেই সুযোগটিকেই কাজে লাগান শিন্ডে এবং দীর্ঘ রাজনৈতিক নাটকের পর অবশেষে আজ মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথগ্রহণ। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, মূলত তিনটি কারণের জন্যই শিন্ডে শিবিরের কাছে শেষমেষ হার মানতে বাধ্য হলেন উদ্ধব। নাহলে শিবসেনার ঘরে আজও শিন্ডের থেকে অনেক বেশি গ্রহণযোগ্যতা উদ্ধবের।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মত উদ্ভব প্রথম থেকেই শিন্ডে তথা বিরোধীদের মাত্রাতিরিক্ত গুরুত্ব দিয়েছেন। আর সেই কারণেই শিবসেনা বিরোধী বিধায়কদের পাল্লা ভারী হয়েছে ধীরে ধীরে। উদ্ধবের গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকার পরেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে সফল হয়েছেন শিন্ডে এবং তার সমর্থিত বিধায়করা। একই সঙ্গে বিশ্লেষকরা মনে করছেন, মারাঠাভূমিতে এই রাজনৈতিক কোন্দল শুরু হওয়ার প্রথম দিন থেকেই উদ্ধব ঠাকরে সকলের সামনে নিজেকে ষড়যন্ত্রের শিকার হিসাবে তুলে ধরেছেন। আর এটাই তাঁর সব থেকে বড় ভুল। বিদ্রোহী বিধায়কদের একতরফা চাপ নিতে অপারগ রাজ্যের মুখ্যমন্ত্রী, উদ্ধার ঠাকরের ডিজাস্টার ম্যানেজমেন্টে একের পর এক রাজনৈতিক পদক্ষেপ  এবং কর্মসূচিতে এই একটাই বার্তা পৌঁছেছে দলের অন্যান্য বিধায়ক তথা সমগ্র রাজ্যবাসীর কাছে।

পরিশেষে তাঁর হাল ছেড়ে দেওয়া, এটাকে উদ্ধব ঠাকরের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের কথায়, প্রথম থেকেই শিন্ডে শিবির যা যা চেয়ে এসেছেন তা মিটিয়ে গিয়েছেন উদ্ধব। তাঁর এই পদক্ষেপেই বিরোধী শিবিরে বার্তা গিয়েছে যে, নিজের কৃতকর্মের জন্য আফসোস করছেন মুখ্যমন্ত্রী। সেই দুর্বলতার সুযোগ নিয়েই উদ্ধব ঠাকরকে  সিংহাসনচ্যুত করতে সক্ষম হয়েছেন বিরোধী শিবির।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *