দেশে করোনার অ্যাক্টিভ কেস পৌঁছল লাখের দোরগোড়ায়, বাড়ল মৃত্যুও

দেশে করোনার অ্যাক্টিভ কেস পৌঁছল লাখের দোরগোড়ায়, বাড়ল মৃত্যুও

নয়াদিল্লি: ক্রমশ আরো ভয়ঙ্কর হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। যদিও দেশের করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিদিনই ওঠানামা করছে কিন্তু এই মুহূর্তে উদ্বেগের কারণ হল করোনার অ্যাক্টিভ দেশের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, দেশে ক্রমশ কমছে করোনার সুস্থতার হার। আর মূলত সেই কারণেই কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা এবং সক্রিয়তার হার তথা পজিটিভিটি রেট।

মঙ্গলবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে কিছুটা কমলেও এক ধাক্কায় অনেকটাই বেড়েছে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা। দেশের একটিভ কেসের সংখ্যা লাখের গণ্ডি পার করা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। এদিন সকালে প্রকাশিত কেন্দ্রের রিপোর্ট জানান দিচ্ছে দেশে গত এক দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৭৯৩ জন। আগের দিনের থেকে বেশ কিছুটা কমেছে সংক্রমণের হার। কিন্তু গত ২৪ ঘন্টায় দেশের অ্যাক্টিভ কেস আরো ২২৮০ বৃদ্ধি পেয়ে করোনার মোট অ্যাক্টিভ কেস কথা সক্রিয় রোগীর সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ৯৬ হাজার ৭০০ তে। আক্রান্তের সংখ্যার নিরিখে এদিন প্রথম স্থানে অবস্থান করছে কেরল (৩২০৬), দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র (২৩৬৯) এবং তৃতীয় স্থানে তামিলনাড়ু (১৪৬১)। 

তবে এদিন দৈনিক সংক্রমণের হার কিছুটা কমলেও বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্র হিসাব অনুযায়ী গত এক দিনে নতুন করে করোনার বলি হয়েছেন ২৭ জন। মৃতদের মধ্যে ১৩ জন কেরলের বাসিন্দা, পাঁচজন মহারাষ্ট্রের বাসিন্দা, তিনজন দিল্লির বাসিন্দা, তিনজন পাঞ্জাবের বাসিন্দা এবং একজন করে মৃত্যু হয়েছে মিজোরাম, উত্তরাখান্ড এবং মধ্যপ্রদেশে। অন্যদিকে এদিন বেশ কিছুটা কমেছে দৈনিক সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় দেশে করোনামুক্ত সুস্থ হয়ে উঠেছেন ৯৪৮৬ জন। এই মুহূর্তে দেশের সুস্থতার হার দাঁড়িয়ে রয়েছে ৯৮.৬ শতাংশে।

অন্যদিকে এই মুহূর্তে বাংলার সংক্রমণ নিয়েও রীতিমতো উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গতকাল অর্থাৎ সোমবার বিকেলে জানা গিয়েছিল গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৫১ জন। অন্যদিকে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩০৩ জন। গত ২৪ ঘন্টায় যদিও রাজ্যে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে বেশ কিছুটা কমেছে করোনার সুস্থতার হার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =