পানাজি: উত্তরপ্রদেশ নির্বাচন ফল নিয়ে যেমন উত্তেজনা বাড়ছে ঠিক তেমনই গোয়া নিয়েও এবার কৌতূহল তুঙ্গে। কার দখলে যাবে সৈকত রাজ্য, বিজেপি বা কংগ্রেস, তা নিয়ে কল্পনার শেষ নেই। এই আবহেই আবার ‘কেনাবেচা’ ভয় রয়েছে রাহুল গান্ধীর দলের মধ্যে। বুথফেরত সমীক্ষার আভাস, ত্রিশঙ্কু হতে চলেছে গোয়া বিধানসভা। সেই পরিস্থিতিতে বিধায়ক কেনা-বেচা হতেই পারে বলে আশঙ্কা। এইভাবে এর আগে একাধিক রাজ্যে সরকার পড়তে দেখা গিয়েছে। গোয়া নিয়ে সেই ভয়টাই পাচ্ছে কংগ্রেস। কর্ণাটক, মদ্যপ্রদেশ তাদের এভাবেই হাতছাড়া হয়েছিল।
আরও পড়ুন- ‘দোকান খুললেই মারব’! পদ্ম বিধায়কের দোকানে পড়ল হুমকি পোস্টার
গোয়া নিয়ে এবার অনেক বেশিই জল্পনা, কৌতূহল। তৃণমূল কংগ্রেস প্রথমবার এই রাজ্যে ভোটে লড়েছে। একাধিক জনপ্রিয় নাম রয়েছে তাদের সঙ্গে। তাই অনেকেই মনে করছেন যে, গোয়াতে ‘কিং মেকার’ হতে পারে তৃণমূল এবং তার সঙ্গে থাকছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি। যে কোনও আসন পাওয়ার পরেই যে তাদের বিধায়কদের নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই গণনা শুরু হয়ে গিয়েছে। তাই আগামী কয়েক ঘণ্টা গোটা দেশের চোখ থাকবে গোয়ার দিকেই। একাধিক বুথ ফেরত সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, সব জায়গায় বিজেপি ক্ষমতায় আসবে। বিরোধীদের মধ্যে সবথেকে ভালো ফল করার সম্ভাবনা আম আদমি পার্টির।
অনেকে মনে করছেন, উত্তরপ্রদেশে আবার মুখ্যমন্ত্রী হতে পারেন যোগী আদিত্যনাথ। ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন বলেও বিজেপি দলের একাংশ মনে করছে। উত্তরাখণ্ড, মণিপুরেও ভালো ফল করার ইঙ্গিত মিলেছে বিজেপির পক্ষে। তবে দিল্লির বাইরে প্রথমবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল হয়েছে আপ, সেক্ষেত্রে তারাও যে নিরাশ করবে না তাদের সমর্থকদের, এও মনে করা হচ্ছে।