নয়াদিল্লি: তিন সেনাবাহিনীতে নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকার যে ‘অগ্নিপথ’ প্রকল্পের ঘোষণা করেছে তা নিয়ে খুব একটা সাস্থ্যকর পরিবেশ নয় দেশে। প্রকল্পের ঘোষণা হওয়ার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন রাজ্যে। কমপক্ষে ১৩ টি রাজ্যে এই প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ দেখানো হচ্ছে। ইতিমধ্যেই সরকারি সম্পত্তির বিপুল ক্ষতিও হয়ে গিয়েছে। যদিও কেন্দ্র নিজের অবস্থান থেকে সরবে না। সেনার তরফ থেকেও কড়া বার্তা দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের। কিন্তু বিতর্ক এখানেই থেমে নেই। ‘অগ্নিপথ’ নিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। যার জন্য এবার নড়েচড়ে বসল কেন্দ্র।
আরও পড়ুন: বিতর্কের মাঝেই অগ্নিপথ প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি বায়ুসেনার
অগ্নিপথ প্রকল্প নিয়ে পুনর্বিবেচনা করা হোক, এই আর্জি জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী এমএল শর্মা ও বিশাল তিওয়ারি। তারা দেশজুড়ে চলতে থাকা অগ্নিগর্ভ পরিস্থিতি সম্পর্কেও ব্যাখা করেছেন। যদিও কেন্দ্রীয় সরকারও সঙ্গে সঙ্গেই সুপ্রিম কোর্টে গিয়েছে নিজেদের বক্তব্য নিয়ে। তারা আদালতকে জানিয়েছে, তাদের বক্তব্য একবার শোনা হোক। এই মর্মে ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্রীয় সরকার। আসলে তিন বাহিনীর প্রধান যৌথ সাংবাদিক সম্মেলন করে এই প্রকল্পের ঘোষণা করার পর থেকেই যুব সমাজের মধ্যে সন্দেহ জন্মায়। কারণ ঘোষণায় বলা হয়েছে, নিয়োগ যারা হবেন তাদের মধ্যে সর্বাধিক ২৫ শতাংশ প্রার্থী বাহিনীতে থাকবেন, বাকিরা নয়। অর্থাৎ ৪ বছর পর এই চাকরি নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এটাই ভাবাচ্ছে চাকরিপ্রার্থীদের।
এদিকে শত বিতর্কের মাঝেই ‘অগ্নিবীর’ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে ভারতীয় সেনা। জুলাই থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে এই প্রকল্পে। সেই সময় joinindianarmy.nic.in-তে গিয়ে নথিভুক্ত হতে পারবেন চাকরিপ্রার্থীরা। দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই এই প্রকল্পে নাম লেখানো হবে এবং পুরুষ, মহিলা সকলেই পারবেন ‘অগ্নিবীর’ হতে। যদিও সেনার তরফ থেকে আগেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যারা এই প্রকল্প নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কোনও ভাবেই এই নিয়োগে সামিল হতে পারবেন না।