অমৃতসর: কংগ্রেসের সঙ্গে বনিবনা তলানিতে ঠেকেছিল। দল ছেড়ে নয়া বাহিনী গড়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। পঞ্জাবের ভোটে লড়েছেন। কিন্তু শেষ রক্ষা হল না। বিধানসভা নির্বাচনের গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরই মোটামুটিভাবে স্পষ্ট হয়ে গিয়েছে পঞ্জাবের ছবিটা। অপ্রত্যাশিত হলেও দারুণ ফল করেছে আম আদমি পার্টি। আর তাদের কাছেই আটকে গেলেন ক্যাপ্টেন। নিজের পুরনো কেন্দ্রেই পরাজিত হলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত বছরের শেষে কংগ্রেস ছেড়ে বেরিয়ে ‘পঞ্জাব লোক কংগ্রেস’ গঠন করে বিজেপির সঙ্গে জোট গঠন করে লড়াই করেছিলেন তিনি। কিন্তু আখেরে কোনও লাভ হল না।
আরও পড়ুন- কারচুপির অভিযোগে রাস্তায় কংগ্রেস! পাঁচ রাজ্যে কার্যত ভরাডুবি
পাতিয়ালা আপ প্রার্থী অজিত সিং কোহলির কাছে পরাজিত হয়েছেন ক্যাপ্টেন। ৩৬ হাজার ৬৪৫ ভোটে জয়ী হয়েছেন আপ প্রার্থী। চারবারের বিধায়ক ও পঞ্জাবের দু’বারের মুখ্যমন্ত্রী অমরিন্দরের কাছে পাতিয়ালা ছিল মানরক্ষার লড়াই। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আজ বিধ্বস্ত হলেন। তাই প্রশ্ন উঠে গেল যে, এটাই তাঁর জীবনের শেষ নির্বাচনী লড়াই কিনা। কংগ্রেস ছাড়ার আগে ব্যাপক বিতর্কে জড়িয়েছিলেন তিনি। দলের সদস্য সিধুর সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল তাঁর। পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ নিয়ে জোর আলোচনা চলছিল তখন। এই ভোট স্পষ্ট করে দিত যে ক্যাপ্টেনের ভাগ্য কোন দিকে যাচ্ছে। আজকের ফলাফল সেই ইঙ্গিত দিল কিন্তু সেটা ক্যাপ্টেনের অনুকূল হল না।
এবার পঞ্জাবে ঝড় তুলে ক্ষমতায় আম আদমি পার্টি। পঞ্জাবের ময়দানে এই লড়াইটা কিন্তু একেবারেই সহজ ছিল না৷ একদিকে ছিল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর চ্যালেঞ্জ, অন্যদিকে ছিল শক্ত ঘাঁটি থেকে অকালি দলকে উপড়ে ফেলার টার্গেট৷ প্রতিপক্ষ হিসাবে ছিল গেরুয়া শিবিরও৷ তবে বিজেপি-কংগ্রেসকে জোর টক্কর দিয়ে দিল্লির বাইরে ভিনরাজ্যে ক্ষমতা দখল করল আপ।