পাটনা: তল্লাশি অভিযান চালিয়ে বড় রকমের সাফল্য পেল সিআরপিএফের ‘কোবরা’ কমান্ডো বাহিনী। বিহারের নিষিদ্ধ মাওবাদী সংঠনের কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গয়া এবং অওরঙ্গাবাদ জেলার সীমানার জঙ্গলে তল্লাশি অভিযান চালিয়ে এই অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রের মধ্যে আছে কার্তুজ, বোমা, রাইফেল।
আরও পড়ুন- উত্তরপ্রদেশ মাদ্রাসায় এবার থেকে বাধ্যতামূলক জাতীয় সংগীত
‘পিপলস লিবারেশন গেরিলা আর্মি’ এই সব অস্ত্র ব্যবহার করে বলে জানিয়েছে বিহার পুলিশ। এটি সিপিআই (মাওবাদী) গোষ্ঠীর সশস্ত্র শাখা। জানান হয়েছে, গোপন সূত্রে খবর ছিল ওই জায়গায় বিপুল অস্ত্রের সম্ভার রয়েছে। সেই মতোই নির্দিষ্ট এলাকায় তল্লাশি অভিযানে যায় সিআরপিএফ এবং বিহার পুলিশের যৌথ দল। সেই অভিযান থেকেই এই বিরাট অস্ত্র ভাণ্ডার উদ্ধার করা গিয়েছে। এই অস্ত্র গুলির মধ্যে রয়েছে একটি রাইফেল, দেশি বন্দুক, ৩০০ রাউন্ডেরও বেশি গুলি সহ ৬৫ টি প্রেসার বোমা, ১০১ টি কৌটো বোমা, ৪৪৬ টি ‘সিরিজ আইইডি’ এবং ৪৯৫ টি ডিটোনেটর।