বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে! সিবিআই নিয়ে বিস্ফোরক প্রধান বিচারপতি

বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে! সিবিআই নিয়ে বিস্ফোরক প্রধান বিচারপতি

bc2a0872ebe11a767963dd93036b1c51

নয়াদিল্লি: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা। সাধারণ মানুষের মনে সিবিআই নিয়ে সঙ্কোচ রয়েছে বলেই কার্যত দাবি করেছেন তিনি। শুক্রবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ১৯ তম ডিপি কোহলি মেমোরিয়াল লেকচারে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। এতদিন ধরে দেশের বিরোধীরা মূলত এই দাবিই করে আসছে যে, সিবিআইয়ের মতো গোয়েন্দা সংস্থা কেন্দ্র দ্বারা পরিচালিত হচ্ছে, তারা নিরপেক্ষ নয়। এখন প্রধান বিচারপতির এই মন্তব্যকে যে তারা হাতিয়ার করবে তা স্পষ্ট বলাই যায়।

আরও পড়ুন- চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করলে রাশিয়া রক্ষাকর্তা হবে না! ভারতকে ‘বার্তা’ আমেরিকার

ঠিক কী বলেছেন প্রধান বিচারপতি? তাঁর কথায়, বিগত কয়েক বছরে সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে সিবিআই মানুষের আস্থা অর্জন করেছিল ঠিকই, কিন্তু এখন তা নিয়ে সংশয় রয়েছে। সেই প্রেক্ষিতেই সিবিআইয়ের উদ্দেশে তাঁর বার্তা, ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলি চিরস্থায়ী নয়, তারা একদিন বদলে যাবে। কিন্তু প্রতিষ্ঠান হিসেবে তাদের স্থায়ী থাকতে হবে। স্বাধীন হয়ে কাজ করতে হবে। এর আগেও একবার ২০১৩ সালে একটি মামলার প্রেক্ষিতে সিবিআই নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। তাহলে কি এবারেও পরোক্ষে বিরোধীদের অভিযোগের পক্ষেই সওয়াল করলেন প্রধান বিচারপতি? তর্ক হতেই পারে।  

তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দলগুলিও সিবিআইকে নিয়ে ব্যাপক অভিযোগ করে। বারংবার দাবি করা হয় যে, সিবিআইকে পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার। তারা যেভাবে বলছে, গোয়েন্দারা সেইভাবেই কাজ করছে। শুধু সিবিআই নয়, প্রশ্ন তোলা হয় এনআইএ, ইডি সহ একাধিক সংস্থা নিয়েও। সেই প্রেক্ষিতেই বলা যায়, প্রধান বিচারপতির এই মন্তব্য বিরাট তাৎপর্যপূর্ণ। আগামী দিনে এটাই হতে চলেছে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের বড় অস্ত্র।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *