মেয়ের বিয়েতে মোমের মূর্তি রূপে ফিরলেন ‘মৃত’ বাবা! দাদার উপহারে আবেগ তাড়িত কনে

মেয়ের বিয়েতে মোমের মূর্তি রূপে ফিরলেন ‘মৃত’ বাবা! দাদার উপহারে আবেগ তাড়িত কনে

হায়দরাবাদ: সন্তানের কাছে তাঁর বাবা-মায়ের চেয়ে বড় আর কীই বা হতে পারে৷ তাঁদের স্নেহ, ভালোবাসাই সন্তানের কাছে শ্রেষ্ঠ সম্পদ৷ জীবনের বিশেষ বিশেষ দিনে আরও বেশি করে তাঁদের পাশে পেতে চায় সন্তানরা৷ মাথার উপর বাবা-মায়ের ছায়া পাওয়াটা নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়৷ কিন্তু এভাবেও যে ‘মৃত’ বাবাকে ফিরে পাওয়া যায়, তা কস্মিনকালেও ভাবতে পারেননি এই তরুণী৷ বিয়ের মণ্ডপে নতুন করে বাবাকে ফিরে পেয়ে আবেগতাড়িত মেয়ে৷ চোখে জল নেটিজেনদের৷ 

আরও পড়ুন- ভাইয়ের রাগ ভাঙাতে ৪৩৪ মিটার দীর্ঘ চিঠি লিখলেন দিদি, গড়লেন রেকর্ড

সাতপাকে বাঁধা পড়ে নতুন জীবন শুরু করতে চলেছে বোন৷ এই বিশেষ দিনে বাপহারা বোনটার জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলেন দাদা৷ তাই তো বোনের মুখে হাসি ফোটাতে বাবার মোমের মূর্তি উপহার দিলেন তিনি৷ করোনা আক্রান্ত হয়ে বাবা অকালেই তাঁদের ছেড়ে চলে গিয়েছিলেন৷ মেয়ের বিয়েটাও দেখে যেতে পারেননি৷ এদিন মোমের মূর্তির মধ্যে দিয়েই তিনি হাজির হলেন বিয়ের মণ্ডপে৷ ‘বাবা’-কে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না ওই তরুণী৷ তাঁর সঙ্গে আবেগে ভাসল গোটা পরিবার৷ মোমের মূর্তি জড়িয়েই আদরে-সোহাগে ভাসলেন তিনি৷ 

এই ঘটনাটি তেলেঙ্গানার ওয়ারাঙ্গেলের৷ বোনের বিয়েতে দাদার উপহারে হতবাক বর-কনে সহ গোটা পরিবার৷ ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা গিয়েছে, মায়ের হাত ধরে বিয়ের মণ্ডপে প্রবেশ করছেন কনে৷ সেখানে উপস্থিত ছিলেন বরও৷ ঠিক সেই সময় সামনে থেকে চাকা লাগানো গাড়িতে ঠেলে নিয়ে আসা হয় একটি মূর্তি। ভিড় সরিয়ে কনে ও তাঁর মায়ের নজর যায় ওই মূর্তির দিকে। যা দেখে চমকে ওঠেন তাঁরা। হতবাক হয়ে দাঁড়িয়ে পড়েন৷ চেয়ার বসা মূর্তি দেখে তখন অবাক উপস্থিত অতিথিরাও। কারণ ওই চেয়ারে বসা মূর্তি অন্য কারও নয়, কনের সদ্য প্রয়াত বাবার৷ আর ওই মূর্তিটি নিয়ে আসছেন কনের দাদা। বাবাকে দেখেই তাঁকে জড়িয়ে গালে চুমু এঁকে দিলেন কনে৷ চোখ ভিডল জলে৷ তিন মিনিটের সেই ভিডিয়ো সাড়া ফেলে দিয়েছে নেটমাধ্যমে।