নয়াদিল্লি: সন্তানদের দিকে কম ঝুঁকতে শুরু করেছে দেশবাসী! সাম্প্রতিক এক সমীক্ষায় ধরা পড়েছে এমনই ব্যাপার। ধর্ম ভিত্তিতে ভাগ করলে সবথেকে বেশি প্রভাব পড়ছে মুসলমানদের ওপর। কারণ তথ্য বলছে, মুসলিমদের ক্ষেত্রে ‘ফার্টিলিটি রেট’ বা জন্মগ্রহণের হার সবথেকে বেশি কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় এমনই তথ্য প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন- দিঘার সৈকতে হুমড়ি খেয়ে পড়লেন মদন মিত্র, ভাইরাল ভিডিও
পঞ্চম জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষা বলছে, ২০১৫-১৬ সালে ভারতে ‘ফার্টিলিটি রেট’ ছিল ২.২ শতাংশ। কিন্তু ২০১৯-২১ সালে তা এসে দাঁড়িয়েছে মাত্র ২ শতাংশে। দেশের মুসলমানদের মধ্যে জন্মহার সবথেকে কম হচ্ছে বলেও এই সমীক্ষা দাবি করেছে। জানান হয়েছে, ২০১৫-১৬ সালে যেখানে মুসলিমদের ক্ষেত্রে জন্মগ্রহণের হার ছিল ২.৬২ শতাংশ তা এখন হয়েছে ২.৩৬ শতাংশ। হিন্দুদের ক্ষেত্রে আবার ২০১৫-১৬ সালে জন্মগ্রহণের হার ২.১ ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে ১.৯৪ শতাংশ। গত দু’দশকে মুসলিমদের মধ্যে জন্মহার কমেছে ৪৬.৫ শতাংশ এবং হিন্দুদের ক্ষেত্রে কমেছে ৪১.২ শতাংশ।
উল্লেখ্য, কোনও নিদিষ্ট সংখ্যক মানুষ নিদিষ্ট সময়ে যত জন শিশুর জন্ম দেয়, তার হারকে জন্মহার বলা হয়। কোনও একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান নিয়ন্ত্রক হল এটি। তবে জন্মহার কম বা বেশি হওয়া অনেক কিছুর ওপর নির্ভর করে। তাদের মধ্যে অন্যতম হল শিক্ষার হার কত। মূলত দেশের মহিলাদের শিক্ষার হার নির্ধারণ করে দিতে পারে সেই দেশের জন্মহার। এক্ষেত্রেও ধর্ম অনেকটা ফারাক গড়ে দিয়েছে ভারতে। কারণ হিন্দু মহিলাদের তুলনায় মুসলিম মহিলাদের শিক্ষার হার তুলনায় কম।