মধ্যরাতে পঞ্জাব সীমান্তে অদ্ভুত আওয়াজ, গুলি চালাতেই ভেঙে পড়ল পাক ড্রোন

মধ্যরাতে পঞ্জাব সীমান্তে অদ্ভুত আওয়াজ, গুলি চালাতেই ভেঙে পড়ল পাক ড্রোন

অমৃতসর: ভারতের ওপর নজরদারির কোনও কসুর ছাড়ে না পাকিস্তান। কখনও  দেশের মধ্যে অনুপ্রবেশ করিয়ে তো কখনও আকাশ পথে। ফের পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে খোঁজ পাওয়া গেল সন্দেহভাজন ড্রোনের। মাঝরাতে নিরাপত্তারক্ষীরা গুলি করে নীচে নামায়। ড্রোনটি চিনে তৈরি করা হয়েছে। পাকিস্তান থেকে ড্রোনটি ভারতে এসেছে বলে নিরাপত্তারক্ষীরা বলেছেন। তবে কী কারণে ড্রোনটিকে ভারতে পাঠানো হয়েছিল, নিরাপত্তারক্ষীরা নিশ্চিত করতে পারেনি। 

বিএসএফের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার পঞ্জাবের সীমান্তবর্তী ধানেও কালনা গ্রামে একটি ড্রোন উড়তে দেখা দিয়েছে। ড্রোন ওড়ার শব্দ শোনার পরেই সীমান্ত বাহিনী গুলি ছোড়ে। এরপরই তল্লাশি অভিযান চালানো হয়। শুক্রবার ভোরে ড্রোনটিকে উদ্ধার করা হয়। সেখান থেকেই জানা যায় ড্রোনটি চিনের তৈরি। 

শুক্রবার বিএসএফের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ড্রোনটি পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছে। রাত ১টা ১৫ মিনিট নাগাদ ড্রোনটি ধানেও কালনা গ্রামে ভেঙে পড়ে। রাতে ড্রোনের আওয়াজ শুনতে পাওয়ার পরেই সীমান্তরক্ষীরা গুলি চালায়। ড্রোনের শব্দ লক্ষ্য করে গুলি চালায়। ড্রোনটি ভেঙে নীচে পড়ার পরেই সীমান্তরক্ষীরা তল্লাশি অভিযান শুরু করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। সারা রাত তল্লাশি করার পর শুক্রবার ভোর সাড়ে ছয়টা নাগাদ ড্রোনটিকে উদ্ধার করা হয়। 

সীমান্তরক্ষীরা জানিয়েছেন, ড্রোন থেকে কিছু পাওয়া যায়নি। ফের একবার তল্লাশি চালানোর পরেও কিছু পাওয়া যায়নি। তাই কী কারণে পাকিস্তান ভারতে এই ড্রোন পাঠিয়েছিল, সেই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সম্প্রতি পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ভারতে মাদক ও অস্ত্র পাচার বেড়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীর ও পঞ্জাব সীমান্ত দিয়ে অস্ত্রপাচারার করে পাকিস্তান বলে সীমান্তরক্ষীরা জানিয়েছেন। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =