১৮৬-তে ১৪০! এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয় বিজেপির

১৮৬-তে ১৪০! এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয় বিজেপির

cf8e63930d9304e99a7f5f8807e1ab93

পানাজি: ৭৫ শতাংশেরও বেশি আসন পেয়ে গোয়ার পঞ্চায়েত ভোটে কামাল করল ভারতীয় জনতা পার্টি শিবির। রাজ্যের ১৮৬ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪০ টিতেই জিতেছে গেরুয়া শিবির। গত ১০ আগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। তার ফল প্রকাশের পরেই উচ্ছ্বাস বিজেপির অন্দরে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত জানিয়েছেন, এই প্রথম রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কোনও দল এত আসন পেল। এটা ঐতিহাসিক ব্যাপার।

আরও পড়ুন- থানার আইসির বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ তুললেন খোদ তৃণমূল বিধায়ক!

তথ্য বলছে, উত্তর গোয়া জেলার ৯৭ টি ও দক্ষিণ গোয়া জেলার ৮৯ টি গ্রাম পঞ্চায়েতের মোট ১ হাজার ৪৬৪ টি আসনে ভোট হয়েছিল। এই আসনের মধ্যে প্রায় হাজারের বেশি আসনে জয় পেয়েছে বিজেপি শিবির। ৬৪ জন প্রার্থী তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। অন্যদিকে, ভিন রাজ্যের পঞ্চায়েত ভোটে খাতা খুলেছে তৃণমূল কংগ্রেসও। দক্ষিণ গোয়া জেলার নেত্রাবলী থেকে জিতেছেন রাজ্য তৃণমূলের নেত্রী রাখি নায়েক। তবে বিজেপির বিরাট জয় সব কিছু ছাপিয়ে গিয়েছে।

গেরুয়া শিবিরের দাবি, গত বিধানসভা ভোটের তুলনায় এবারে তাদের ভোট শতাংশ বেড়েছে। মানুষ যে আরও উৎসাহী হয়ে বিজেপিকে ভোট দিচ্ছেন তা এতেই প্রমাণিত। গোয়ার মুখ্যমন্ত্রী এই জয়ের জন্য রাজ্যের সকল মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *