গেরুয়া শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী বেঙ্কাইয়া? তুমুল জল্পনা

গেরুয়া শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী বেঙ্কাইয়া? তুমুল জল্পনা

নয়াদিল্লি: মাস পেরোলেই রাষ্ট্রপতি নির্বাচন।  বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ প্রায় শেষ। আর তাই আগামী মাসের ১৫ তারিখ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এমতাবস্থায় কারা হবেন রাষ্ট্রপতি পদপ্রার্থী তা নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে।

ইতিমধ্যেই বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নিয়ে চলছে বিস্তর জলঘোলা। জানা যাচ্ছে একের পর এক রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নির্ধারণ করা হলেও পরবর্তীতে তাঁরা নির্বাচন থেকে সরে আসছেন। প্রথমে শরদ পাওয়ার, তারপর এখন গোপালকৃষ্ণ গান্ধী একের পর এক গুরুত্বপূর্ণ নেতৃত্ব পিছু হটছেন রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী হওয়া থেকে। এমতাবস্থায় শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চলেছেন বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। জানা যাচ্ছে, সংঘ পরিবারের ইচ্ছেতেই তাঁকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে প্রার্থী করতে চলেছে বিজেপি। গেরুয়া শিবিরের অন্দরে বিষয়টি একপ্রকার পাকাই হয়ে গিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা। জানা যাচ্ছে আগামী দু-একদিনের মধ্যেই বিজেপি তথা এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেঙ্কাইয়া নাইডুরই নাম ঘোষণা করতে চলেছে। তবে একা বিজেপি নয়, বেঙ্কাইয়াকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার পক্ষপাতি তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতিও। অর্থাৎ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে সি আরের দল বিজেপির এই প্রার্থীকেই সমর্থন করতে চলেছেন বলে খবর।

জানা যাচ্ছে বিরোধী শিবিরের মত বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে একাধিক রাজনৈতিক নাম সামনে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত বেঙ্কাইয়া নাইডুর নামের উপরেই সীলমোহর পড়তে চলেছে। সূত্রের খবর, বিজেপির লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচন। আর তাই এই মুহূর্তে গেরুয়া শিবির দক্ষিণ ভারতের রাজনীতিকে গুরুত্ব দেওয়ারই পক্ষপাতী। প্রসঙ্গত অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র হওয়ায় বেঙ্কাইয়ার সঙ্গে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সম্পর্ক অত্যন্ত ভালো। আবার সংঘ পরিবারের তরফ থেকেও নাইডুর নামই দেওয়া হয়েছে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে। এমতাবস্থায় যদি দক্ষিণের কোনও রাজ্য থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয় তাহলে তার প্রভাব আগামী দিনে একশোটিরও বেশি লোকসভা আসনের উপর পড়বে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। আর এই সমস্ত দিক খেয়াল রেখেই বেঙ্কাইয়াকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করতে চলেছে গেরুয়া শিবির।

জানা যাচ্ছে ইতিমধ্যেই বেঙ্কাইয়াকে আগামী কয়েকদিনের জন্য দিল্লিতে থাকতে অনুরোধ করা হয়েছে। অন্যদিকে দিন তিনেকের মধ্যেই শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর। সূত্রের খবর, বিদেশ সফরে যাওয়ার আগেই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক এবং বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী নাম ঘোষণা করা হবে। এরপর মোদি দেশে ফেরার পর মনোনয়নপত্র জমা দেবেন বিজেপি তথা এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী। সেখানেও প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলে দলীয় সূত্রে খবর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =