উদয়পুর হত্যাকাণ্ডের ধৃতের সঙ্গে বিজেপি নেতা! ছবি ঘিরে তরজা

উদয়পুর হত্যাকাণ্ডের ধৃতের সঙ্গে বিজেপি নেতা! ছবি ঘিরে তরজা

নয়াদিল্লি: রিয়াজ আটারি ও মহম্মদ ঘাউস নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে রাজস্থানের উদয়পুরে। প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য সমর্থন করার অপরাধে এক দর্জিকে গলা কেটে হত্যা করে তারা। এমনই অভিযোগ। তাদের সঙ্গে পাক জঙ্গিগোষ্ঠী বা আইসিসের যোগ আছে বলে অনুমান করা হচ্ছে। এবার আরও বড় চাঞ্চল্যকর দাবি করা হল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে দাবি করা হয়েছে, বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছিল রিয়াজ আটারি ও মহম্মদ ঘাউস। কংগ্রেসের তরফ থেকে এই ইস্যুতে কটাক্ষ করা হয়েছে বিজেপিকে। এদিকে পাল্টা দিয়েছে বিজেপিও।

আরও পড়ুন- দান বদলে শিন্ডেকে মুখ্যমন্ত্রী! এক ঢিলে একাধিক পাখি মারল বিজেপি!

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করছে, গত তিন বছর ধরেই রিয়াজ আটারি ও মহম্মদ ঘাউস বিজেপিতে যোগ দিতে চাইছিল। ইরশাদ চেনওয়ালা নামের এক বিজেপি নেতার সঙ্গে তারা ঘনিষ্ঠ ছিল বলেও দাবি। এমনকি ২০১৯ সালের একটি ছবিতে রিয়াজকে মালা পরাতেও দেখা যাচ্ছে ইরশাদকে। সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই খবরের প্রেক্ষিতেই বিজেপিকে একহাত নিয়ে কংগ্রেস নেত্রী ও প্রাক্তন সাংসদ রেণুকা চৌধুরী বলেছেন, ‘আমি অবাক নই। আপনারা?’ এই নিয়ে পাল্টা দিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। তাঁর অভিযোগ, ভুয়ো খবর ছড়াচ্ছে কংগ্রেস।

বিজেপি নেতা পাল্টা টুইট করে বলেছেন, ‘আমি একদম অবাক হচ্ছি না যে আপনারা এইভাবে ভুয়ো খবর ছড়াচ্ছেন। উদয়পুরের খুনিরা বিজেপির সদস্য ছিল না। রাজীব গান্ধীকে খুন করতে এলটিটিই জঙ্গিরা যেভাবে কংগ্রেস ঢোকার চেষ্টা চালাচ্ছিল, এটাও তাই। জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাস ইস্যুতে এভাবে মানুষকে বোকা বানানো বন্ধ করুক কংগ্রেস।’ এদিকে, জানা গিয়েছে, মৃত কানহাইয়াকে অনেক দিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল, যার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবার। কিন্তু মৃত কানহাইয়ার পরিবারের অভিযোগ, পুলিশ তাদের কথা শুনে নিরাপত্তা দিলেও তা ঠিক তিনদিন পরেই তুলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 17 =