গুয়াহাটি: বিজেপি এবং বিতর্ক যেন সমার্থক। যে রাজ্যেই হোক না কেন, বিজেপি নেতা, বিধায়ক, মন্ত্রীদের নিয়ে সমালোচনা হবে না তা নয়। বন্যা কবলিত অসম তার বাইরে নয়। সেখানের পরিস্থিতি বিশাল খারাপ হচ্ছে ধীরে ধীরে। একাধিক এলাকা বন্যার জলে ভেসে গিয়েছে, ঘরছাড়া প্রায় ৪ লক্ষ মানুষ। বিভিন্ন জায়গায় উদ্ধার কাজে নেমেছে কর্মী, সেনাবাহিনীরা। এরই মাঝে এক কাণ্ড ঘটালেন বিজেপি বিধায়ক শিবু মিশ্র। উদ্ধার কর্মীর কাঁধে চেপে জল পেরোলেন তিনি। এই ছবি সামনে আসতেই তীব্র নিন্দার ঝড়।
আরও পড়ুন: মৌসম ভবন থেকে স্বস্তির বার্তা! কবে আসছে বর্ষা?
হজাই জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি বিধায়ক। ওই এলাকা পুরোপুরি জলমগ্ন। সরেজমিনে এলাকা পরিদর্শনের পর তিনি এক উদ্ধার কর্মীর কাঁধে চেপে ওঠেন, সেই তাঁকে জল পেরোতে সাহায্য করে। সর্বভারতীয় এক সংবাদ সংস্থার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে বিজেপি বিধায়ককে এই অবস্থায় দেখা যায়। সেটি ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ব্লু জিনস আর পায়ে সাদা স্নিকার্স পরা বিধয়াককে পিঠে করে জলমগ্ন রাস্তা পার করে দিচ্ছেন এক উদ্ধারকর্মী। নেটিজেনদের একাংশ তো বটেই, তৃণমূল কংগ্রেসও এই ঘটনায় সরব হয়েছে। তারাও এই ইস্যুতে টুইট করে কটাক্ষ করেছে বিজেপিকে। বলা হয়েছে, ‘জল এতই গভীর যে বিধায়ক ঠিক মতো হাঁটতেও পারছেন না’।
উল্লেখ্য, শেষ পাওয়া তথ্য বলছে, অসমের ২৬ জেলা মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার কবলে পড়েছেন প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষ এবং তাদের মধ্যে অধিকাংশ গৃহহীন হয়ে পড়েছেন। একাধিক স্কুল ইতিমধ্যেই বিভিন্ন পরীক্ষা সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অসম উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ সূত্রের খবর, আগামী ২১ মে পর্যন্ত পরীক্ষা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক জেলায় আবার জুন মাস পর্যন্ত পরীক্ষা স্থগিত। প্রবল বৃষ্টির কারণে একাধিক জায়গায় আবার ধস নেমেছে। তাই প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
#WATCH | Assam: BJP MLA from Lumding Assembly, Sibu Misra was seen taking a piggyback ride to a boat, on the back of a flood rescue worker yesterday, May 18th. He was in Hojai to review the flood situation in the area. pic.twitter.com/Rq0mJ8msxt
— ANI (@ANI) May 19, 2022