নয়াদিল্লি: শুক্রবারই দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের একটি সেমিনার আয়োজিত হচ্ছে, সেখানেই যোগ দেবেন তিনি। তবে দিল্লি যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে নেত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে আসেন তিনি। এরপরেই সকলের একটাই প্রশ্ন, কী নিয়ে আলোচনা হল তাঁদের দু’জনের মধ্যে?
আরও পড়ুন- ‘ধর্ষণ করেছে তৃণমূল নেতার ভাগ্নে, ছেলে ফেঁসে গিয়েছে’ হাঁসখালি কাণ্ডে ফাঁস বিস্ফোরক অডিয়ো
বিরোধীদের একত্রে আসার বার্তা অনেক আগে থেকেই দিয়েছেন মমতা। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি তথা তাঁর দল সবথেকে বেশি বিরোধিতা করেছে কংগ্রেসের। কিন্তু জাতীয় রাজনীতিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তৃণমূল নেত্রীর বরাবরই সুসম্পর্ক। রাজনৈতিক লড়াই যাই হোক না কেন, সেই সম্পর্ক বজায় যে আছে তা গতকাল আবার প্রমাণ হয়ে গেল। যদিও তাঁদের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে বা এই সাক্ষাৎ পূর্বপরিকল্পিত কিনা, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। কিন্তু এই সাক্ষাৎ নিয়ে এখন জোর চর্চা চলছে দেশের রাজনৈতিক মহলে। আসলে মনে করা হচ্ছিল যে, মমতা এই দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। কিন্তু সেটা যে হচ্ছে না তা ইতিমধ্যেই জানা গিয়েছে।
#WATCH | Delhi CM Arvind Kejriwal arrives at the residence of West Bengal CM Mamata Banerjee in Delhi. pic.twitter.com/6EeeqCcwil
— ANI (@ANI) April 29, 2022
আজ সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের যে সেমিনার হতে চলেছে তার উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান ছিল, যেহেতু মোদী এবং মমতা দু’জনেই একই জায়গায় উপস্থিত হবে তাই তাদের সাক্ষাৎ হওয়াটা কোনও আশ্চর্যের বিষয় নয়। কিন্তু সেটা আদতে হচ্ছে না।