প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের জায়গায় কে? ঘোষণা কেন্দ্রের

প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের জায়গায় কে? ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: চপার দুর্ঘটনায় সস্ত্রীক মৃত্যু হয় দেশের প্রথম সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের। ২০২১ সালে ডিসেম্বর মাসে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছিল দেশ। এতদিন ধরে তাঁর জায়গায় কে দায়িত্ব পাচ্ছেন তা জানা যায়নি। এবার কেন্দ্রীয় সরকার এই নিয়ে ঘোষণা করে দিল। দেশের পরবর্তী সিডিএস হতে চলেছেন অবসরপ্রাপ্ত লেফ্টন্যান্ট জেনারেল অনিল চৌহান। বুধবারই কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন-কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী দেশে, পুজোর আগে চিন্তা বাড়ছে

সুলুর থেকে কুন্নুর যাওয়ার পথে নীলগিরির ওপর ভেঙে পড়েছিল চপার৷ মৃত্যু হয়েছিল সস্ত্রীক জেনারেল রাওয়াত সহ ১৩ জনের৷ তারপর থেকে বিপিনের পদে কে বসবেন সেই নিয়ে কৌতূহল জন্মায় সকলের। অবশেষে সেই নাম প্রকাশ্যে এল। তবে জানা গিয়েছে, সিডিএস হওয়ার পরেও অনিল চৌহানের দায়িত্বের মধ্যে থাকবে কেন্দ্রীয় সচিব পর্যায়ের কাজ ও সেনা স্তরীয় কাজ। ২০২১ সালের মে মাসে তিনি অবসর গ্রহণ করেছিলেন। তথ্য বলছে, ভারতীয় সেনাবাহিনীতে ১১ গোরখা রাইফেলসের সদস্য ছিলেন অনিল চৌহান। নর্দান কমান্ডের হয়ে বারামুলা সেক্টরে কর্মরত ছিলেন এক সময়। জম্মু-কাশ্মীর তো বটেই উত্তর পূর্বে নিয়েও তাঁর দখল অনেক। এছাড়া প্রথম জীবনে দেরাদুনের ইন্ডিয়ান মিললিটারি অ্যাকাডেমি, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ছিলেন অনিল।

প্রসঙ্গত, বিপিন রাওয়াতের যে চপার দুর্ঘটনার কবলে পড়েছিল সেটি ছিল MI-17 এবং এর ভেতরে সিডিএস বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী ছাড়াও ছিলেন নায়েক গুরসেবক সিং, নায়ক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল। মাত্র কুড়ি মিনিটের সফর ছিল তাঁদের কিন্তু আকাশে ওড়ার আট দশ মিনিটের মাথাতেই এই বিরাট দুর্ঘটনা ঘটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =