অগ্নিপথ বিতর্ক রুখতে এবার কেন্দ্রের পাশে আনন্দ মহিন্দ্রা, নিয়োগ নিয়ে বড় ঘোষণা

অগ্নিপথ বিতর্ক রুখতে এবার কেন্দ্রের পাশে আনন্দ মহিন্দ্রা, নিয়োগ নিয়ে বড় ঘোষণা

নয়াদিল্লি: ভারতের তিন সশস্ত্র বাহিনীতে নিয়োগের নতুন মডেল অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভ, সমালোচনার মাঝেই শিল্পপতি আনন্দ মহিন্দ্রার বড় ঘোষণা। সম্প্রতি একটি টুইট বার্তায় মহিন্দ্রা কর্ণধার জানিয়েছেন, আগামী দিনে অগ্নিবীররা মহিন্দ্র সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পাবেন।

সোমবার সকালে একটি টুইট করে মহিন্দ্রা গোষ্ঠীর কর্ণধার নিয়োগ সংক্রান্ত সুখবর দিয়ে জানিয়েছেন, ‘অগ্নিপথ প্রকল্প ঘোষণার পরে দেশজুড়ে যেভাবে যুবসমাজ প্রতিবাদ করছে, তা সত্যিই দুঃখজনক। দেশ সেবার কাজে যুক্ত হয়ে যারা বিশেষ প্রশিক্ষণ পাবেন এবং শৃঙ্খলা পরায়নতা শিখবেন, যা পরবর্তীতে তাদের কাজের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। মহিন্দ্রা গোষ্ঠীর অবশ্যই এরকম প্রশিক্ষণপ্রাপ্ত, দায়িত্বজ্ঞানশীল যুবক যুবতীদের নিয়োগ করতে গর্ববোধ করবে।’ হঠাৎ এক কথায় তিনি জানিয়েছেন, চার বছর দেশ সেবার কাজে নিয়োজিত থাকার পর যে সমস্ত অগ্নিবীরদের কাজের মেয়াদ শেষ হবে তাদের জন্য চাকরির বিশেষ সুযোগ করতে চলেছেন আনন্দ মহিন্দ্রা।

কিন্তু ইতিমধ্যেই তার এই টুইটকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একদল যখন অগ্নিবীরদের চাকরির সুযোগ-সুবিধা করে দেওয়ার জন্য মহিন্দ্রা গোষ্ঠীকে সাধুবাদ জানিয়েছেন, অন্যদিকে তখন নেটপাড়ার একাংশের প্রশ্ন, সেনার প্রশিক্ষণপ্রাপ্ত অগ্নিবীর মহিন্দ্রা গোষ্ঠীতে কি ধরনের কাজ করবেন? যদি এই প্রশ্নের উত্তর দিয়েছেন আনন্দ মহিন্দ্রা। তিনি বলেন, কর্পোরেট দুনিয়ায় অগ্নিবীরদের যথেষ্ট গুরুত্ব থাকবে এবং তারা অগ্রাধিকার পাবেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দলের সঙ্গে মিলেমিশে কাজ করা, শারীরিকভাবে কর্মঠ এবং শক্তিশালী হওয়া অগ্নিবীরদের কতকগুলি বিশেষ গুণের মধ্যে অন্যতম। এই কারণেই শিল্পক্ষেত্রে যেকোনো কাজ তারা খুব সহজেই করতে পারবেন।

তবে কেন্দ্র তথা কেন্দ্র ঘনিষ্ঠ একাধিক বিশিষ্টজন যতই অগ্নিপথ মডেল নিয়ে দেশজুড়ে চলা অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করুন না কেন, এই নিয়োগ পদ্ধতি প্রসঙ্গে একগুচ্ছ প্রশ্ন তুলে সোমবারও দেশের বিভিন্ন প্রান্তে জারি বিক্ষোভ প্রদর্শন। এদিনই নিয়োগ পদ্ধতির প্রতিবাদে দেশজুড়ে পালিত হচ্ছে ভারত বনধ। ইতিমধ্যেই ঝাড়খন্ড, হরিয়ানা, দিল্লিসহ একাধিক জায়গা থেকে বহু অপ্রীতিকর ঘটনার খবর প্রকাশে এসেছে। কিন্তু হাজার প্রতিবাদের পরেও কেন্দ্র তার সিদ্ধান্তে অটল। রবিবারই সেনাবাহিনীর তরফ থেকে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে অগ্নিপথ নিয়োগ প্রত্যাহার করবে না কেন্দ্র। এরপরেই সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই নিয়োগ পদ্ধতি নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনতে জারি হয়েছে প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + eighteen =