শান্তিপূর্ণ জায়গা হবে কাশ্মীর, পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন শাহ

শান্তিপূর্ণ জায়গা হবে কাশ্মীর, পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন শাহ

শ্রীনগর: সন্ত্রাসকে কোনও ভাবে বরদাস্ত করা হবে না। পাকিস্তানের সঙ্গেও কোনও আলোচনায় যাবে না ভারত। বুধবার এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে তাঁর বক্তব্য, জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাস নিশ্চিহ্ন করা হবে। এদিন কাশ্মীরের বারামুলায় একটি সভা থেকে এমনই বার্তা দিয়েছেন অমিত শাহ।

আরও পড়ুন: দুর্গাপুজো বন্ধের সিদ্ধান্ত নিল বিজেপি, তীব্র কটাক্ষ করল তৃণমূল

জনসভা থেকে আপাদমস্তক পাকিস্তানকে নিশানা করে এদিন অমিত শাহ বলেন, দীর্ঘ সময় ধরে উপত্যকায় সন্ত্রাসে মদত দিয়ে এসেছে পাকিস্তান। ১৯৯০ থেকে আজ পর্যন্ত কাশ্মীরে সন্ত্রাসের বলি হয়েছেন ৪০ হাজারেরও বেশি মানুষ, দাবি করেন তিনি। সেই প্রেক্ষিতেই তাঁর স্পষ্ট কথা, পাকিস্তানের সঙ্গে কোনও কিছু নিয়েও কথা বলবে না ভারত। মোদী সরকার যে কোনও অবস্থাতেই সন্ত্রাস বরদাস্ত করবে না, তাও পরিষ্কার করে দেন অমিত শাহ। তাঁর প্রশ্ন, অনেকেই বলেন পাকিস্তানের সঙ্গে কথা বলতে, আলোচনা করতে। কেন তাদের সঙ্গে কথা বলা হবে?

এই ইস্যু নিয়ে এবং কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন্য বিরোধী দলগুলির দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মুফতি, গান্ধী পরিবারের কী ভূমিকা ছিল এত বছর সেই নিয়েই তাঁর প্রশ্ন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, দেশের মধ্যে এক শান্তিপূর্ণ জায়গা হিসেবে চিহ্নিত হবে কাশ্মীর, সেই লক্ষ্যেই কাজ করছে মোদী সরকার। অমিত শাহ কথায় কথায় এও ইঙ্গিত দেন যে, আগামী দিনে পাক অধিকৃত কাশ্মীরের দিকেও নজর আছে তাদের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *