দেশে সক্রিয় হয়ে উঠছে আল-কায়দা, বাংলায় বাড়াচ্ছে শক্তি?

দেশে সক্রিয় হয়ে উঠছে আল-কায়দা, বাংলায় বাড়াচ্ছে শক্তি?

নয়াদিল্লি: ভারতে ক্রমেই সক্রিয় হয়ে উঠছে আল কায়দা। তবে সরাসরি আল কায়দা নামে ভারতে জঙ্গিগোষ্ঠী কাজ করছে না। আনসার আল ইসলাম নামের জঙ্গি মডিউলে কাজ করছে আল কায়দা জঙ্গিগোষ্ঠী বলে জানা গিয়েছে। আনসার আল ইসলাম নামের জঙ্গি মডিউলের ১৭ জনকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, গোয়েন্দাদের কাছে বেশ কিছুদিন ধরেই এই জঙ্গি মডিউলের খবর আসছিল। আল-কায়দা এই জঙ্গি মডিউলের মাধ্যমে ভারতে সক্রিয় হয়ে উঠছে। এরপরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সারা দেশে এই জঙ্গি চিহ্নিতকরণের কাজ করেন। জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মার্চ থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গ্রেফতার করতে শুরু করে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ থেকে এই জঙ্গি মডিউলের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা সূত্রের খবর, মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চার জন বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে। 

গোয়েন্দারা জানিয়েছে, মাস ছয় আগে এই মডিউলের কথা প্রথম জানতে পারা যায়। তারপর থেকেই তদন্ত শুরু হয়। প্রথম ১৭ মার্চ মধ্যপ্রদেশের ভোপালে এই জঙ্গি মডিউলের ছয় জন সদস্যকে গ্রেফতার করা হয়। সেখানে তিন জন বাংলাদেশি ছিল। এরপর বিভিন্ন রাজ্য থেকে ১১ জন সদস্যকে গ্রেফতার করা হয়।  

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, আনসার আল ইসলাম মডিউলের সদস্যরা আল-কায়দার ভাবধারায় বিশ্বাসী। মূলত সোশ্যাল মিডিয়াকে হাতিয়ারকে এই ভাবধারা ছড়িয়ে দিচ্ছিল আনসার আল ইসলাম মডিউলের জঙ্গিরা। যেসব নেটিজেনরা মানসিভাবে একটু উগ্র, যাঁরা আল-কায়দার ওপর দূর্বল, তাঁদের মগজ ধোলাই করা হতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এভাবেই আনসার আল ইসলাম জঙ্গি মডিউল তাদের সদস্য সংখ্যা বাড়াচ্ছিল বলে গোয়েন্দারা জানিয়েছেন। সারা দেশে ইতিমধ্যে আনসার আল ইসলাম মডিউল প্রভাব বিস্তার করতে শুরু করেছেন বলে গোয়েন্দারা মনে করছেন। 

গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা তরুণ সমাজকে টানাই আনসার আল ইসলাম মডিউলের মূল লক্ষ্য ছিল। এই মডিউল ইসলামের নামে খুনকে সমর্থন করে। মূলত রাজনৈতিক নেতাদের নিশানা আনসার আল ইসলামের। এই মডিউলের সঙ্গে সরাসরি জিহাদিদের যোগ রয়েছে বলে গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − three =