কেরলের পর এবার দিল্লি, খোঁজ মিলল চতুর্থ মাঙ্কি পক্স আক্রান্তের

কেরলের পর এবার দিল্লি, খোঁজ মিলল চতুর্থ মাঙ্কি পক্স আক্রান্তের

নয়াদিল্লি: রবিবার সকালে দেশে খোঁজ মিলল চতুর্থ মাঙ্কি পক্স আক্রান্তের। দক্ষিণের রাজ্য কেরলের পর এবার দিল্লিতে সংক্রমিত হলেন এক ব্যক্তি। প্রসঙ্গত এর আগে কেরলে একই সপ্তাহে পরপর তিনজনের শরীরে এই সংক্রামক ভাইরাসের হদিশ মেলে। এই খবরে কার্যত নড়েচড়ে বসে কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রের একটি বিশেষ দল কেরলে পাড়ি দিয়েছেন পরিস্থিতি পর্যালোচনা জন্য। এর মধ্যেই একেবারে খাস রাজধানীতে খোঁজ মিলল চতুর্থ আক্রান্তের। তবে এক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হল, প্রথম তিনজন মাঙ্কি পক্স আক্রান্তের সঙ্গে বিদেশ ভ্রমণের যোগ থাকলেও দিল্লির বাসিন্দা চতুর্থ এই ব্যক্তির বিদেশ সফরের কোনো রেকর্ড নেই। ফলে উদ্বিগ্ন চিকিৎসক মহল। বিদেশ সফর ব্যতীত দিল্লির ওই বাসিন্দা কিভাবে এই সংক্রামক ভাইরাসে আক্রান্ত হলেন আপাতত তারই হদিশ চালাচ্ছে বিশেষজ্ঞ মহল।

 একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, পশ্চিম দিল্লির এক বাসিন্দা সম্প্রতি এই সংক্রমিত ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই সংক্রমিত ব্যক্তি মানালিতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তার শরীরে ভাইরাসের উপসর্গ থাকায় তিন দিন আগে তাকে মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ও তার নমুনা পাঠানো হয়েছিল পুণের গবেষণাগারে। সেই রিপোর্টই পজিটিভ এসেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে কেরলে যে তিনজন মাঙ্কি পক্সে আক্রান্তের সন্ধান মিলেছে তারা তিন জনই সম্প্রতি বিদেশ সফর সেরে দেশে ফিরেছিলেন। এক্ষেত্রে প্রথম এবং তৃতীয় আক্রান্ত সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন চলতি মাসের একেবারে শুরুতে। অন্যদিকে দ্বিতীয় আক্রান্তের সঙ্গে ছিল দুবাই যোগ। আক্রান্ত এই তিনজন ব্যক্তি দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েন এবং তাদের শরীরে মাঙ্কি পক্সের উপসর্গ দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে পুনের ল্যাবরেটরীতে পাঠানো হয়। একইভাবে চতুর্থ মাঙ্কি পক্সে আক্রান্তের নমুনাও পুনের পরীক্ষাগারেই পরীক্ষা করা হয়েছে এবং রবিবার সকালে সেই রিপোর্ট প্রকাশ্যে এলে জানা গিয়েছে যে তিনি মাঙ্কি পক্সে আক্রান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =