নয়াদিল্লি: বান্ধবীকে খুন করার পর ৩৫ টুকরো করেছে সে। ১৮ দিন ধরে দিল্লির জঙ্গলে সেই টুকরো ফেলে এসেছে। তার আগে নিজের ঘরেই নতুন ফ্রিজ কিনে তাতে সেই দেহাংশ রেখেছিল। মাঝে আবার অন্যান্য বান্ধবীদের এনে যৌন সঙ্গমও করেছে একই ঘরে! ঘটনাক্রম শুনতেই শিউরে উঠছেন সকলে কিন্তু যে এই কাজগুলি করেছে সে এতুটুকু অনুশোচনা বোধ করছে না! শ্রদ্ধার ওয়াকার খুনে অভিযুক্ত আফতাব পুনাওয়ালাকে নিয়ে এমনটাই জানিয়েছে পুলিশ। আসলে পলিগ্রাফ টেস্টেও নাকি সে নির্বিকার। এদিকে খুনের কথা স্বীকার করেছে সে।
আরও পড়ুন- জেলে বন্দি মন্ত্রীকে তেল মালিশ! কী ভাবে ফাঁস ছবি, ED-র বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস
১ ডিসেম্বর আফতাবের নারকো অ্যানালাইসিস পরীক্ষা করা হবে। তার আগেই রুটিন মাফিক পলিগ্রাফ পরীক্ষা করা হয় তার। সেই পরীক্ষায় নাকি আফতাব স্বীকার করেছে যে সে-ই খুন করেছে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে। তবে তার মধ্যে কোনও আক্ষেপ বা অনুশোচনাবোধ নেই। এও জানা গিয়েছে, পরীক্ষার মাঝেও নাকি আফতাব সিগারেট চেয়েছে খাওয়ার জন্য! তাতে আরও অবাক হয়েছে পুলিশ। তাদের অনুমান, নারকো টেস্টের সময়ও আফতাবের আচরণ এমনই থাকবে। কারণ তার মধ্যে কোনও অনুভূতিই কাজ করছে না হয়তো। এর আগে যেদিন আফতাবের পলিগ্রাফ টেস্ট করা হয় সেদিন তাকে ৯ ঘণ্টায় প্রায় ৪০ টি প্রশ্ন করা হয়েছিল।
তবে পুলিশ কি প্রমাণ করতে পারবে যে আফতাবই খুন করেছে শ্রদ্ধা ওয়াকারকে? কারণ শ্রদ্ধার দেহের সব অংশ এখনও খুঁজে পায়নি তারা। জঙ্গলে তল্লাশি চালিয়ে শরীরের বড় কোনও টুকরো খুঁজে পায়নি পুলিশ। তবে সম্প্রতি আরাবল্লি পর্বত সংলগ্ন অঞ্চল থেকে একটি ব্যাগ উদ্ধার করা গিয়েছে যাতে মানবদেহের টুকরো আছে। পুলিশের সন্দেহ এই দেহাংশ শ্রদ্ধারই।