আগরতলা: আগামী ২৩ তারিখ ত্রিপুরার চার কেন্দ্রে উপনির্বাচন। তার আগে মঙ্গলবার শেষ প্রচার। আর শেষ পর্বের আগে রাজ্য সফরে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চরম আক্রমণ করলেন। তাদের বিরুদ্ধে কথা বলার জন্য কোনও ইস্যুই বাদ দিলেন না। সন্ত্রাস থেকে শুরু করে বেকারত্ব, সব ইস্যুতেই একহাত নিলেন গেরুয়া সরকারকে। পাশাপাশি এও দাবি করলেন, তৃণমূল ত্রিপুরায় ক্ষমতায় এলে মাথা নিচু করে মানুষের সেবা করবে।
আরও পড়ুন- প্রকাশিত রাজ্য জয়েন্টের ফল, প্রথম ও দ্বিতীয় দু’জনেই হিমাংশু শেখর, পাঁচে নেই WBCHSE-র কেউ
এদিন অভিষেক বলেন, প্রকৃত পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরা। সিপিএম গত ২৫ বছর ধরে যে সন্ত্রাস করেছে তাকেও হার মানিয়ে গিয়েছে বর্তমান বিজেপি সরকারের মাত্র পাঁচ বছর। তাই এর পরিবর্তন হওয়া জরুরি। এই প্রেক্ষিতেই অভিষেক দাবি করেন, তৃণমূল ত্রিপুরার মানুষের সেবা করবে মাথা নিচু করে, শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই করবে তাদের হয়ে। তাই তাঁর আর্জি, মানুষ যে ভোট বিজেপিকে দেবে বলে ভেবেছে তা যেন তৃণমূল কংগ্রেসকে দেয়। অভিষেকের খোঁচা, কেউ যেন বিজেপিকে ভোট দিয়ে সেই ভোট নষ্ট না করে। তিনি এও বলেন, ত্রিপুরার মানুষ সিপিএমের অত্যাচার দেখেছে, বিজেপি কী করছে তাও দেখছে, তাই একবার তৃণমূল কংগ্রেস সুযোগ চায় আসল পরিবর্তনের।
সন্ত্রাসের ইস্যুর মতোই বেকারত্ব নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন অভিষেক। তাঁর কথায়, বাংলায় বেকারত্বের হার ১০ শতাংশের নীচে। আর ত্রিপুরায় তা ১৮ শতাংশ। বিজেপি যে ডবল ইঞ্জিন সরকারের কথা বলে তা আদতে ত্রিপুরায় মুখ থুবড়ে পড়েছে। এমন চলতে থাকলে ত্রিপুরায় না আসবে শিল্প, না হবে উন্নয়ন। এমনই দাবি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।